Last Update
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক নিয়ে বড় পদক্ষেপ রিজার্ভ ব্যাঙ্কের!
এক্সপ্রেস কলকাতা ডেস্ক: পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে লেনদেন বন্ধ করার পর ফের কড়া পদক্ষেপ রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার। এবার কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ককের (Kotak Mahindra Bank) জন্য নির্দেশিকা জারি করল আরবিআই। বুধবার ওই ব্যাঙ্ককে বলা হয়েছে, তারা আর অনলাইনে বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নতুন গ্রাহকদের সংযুক্ত করতে পারবে না। নতুন করে ক্রেডিট কার্ড ইস্যু করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বুধবার এক নির্দেশিকায় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, তথ্য প্রযুক্তি সংক্রান্ত অডিটে উদ্বেগজনক রিপোর্ট পাওয়ায় কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের নতুন গ্রাহকদের অনলাইন ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিংয়ে সংযুক্ত করার উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। শুধু তাই নয়, পরবর্তী নির্দেশ পর্যন্ত নতুন করে কোনও ক্রেডিট কার্ডও ইস্যু করতে পারবে না কোটাক মাহিন্দ্রা। তবে, ব্যাঙ্কের বর্তমান গ্রাহকদের এ নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। বর্তমান গ্রাহকরা যেভাবে পরিষেবা পাচ্ছেন, সেভাবেই পরিষেবা পাবেন।
আরবিআই স্পষ্ট করে দিয়েছে যে, ওই ব্যাঙ্কের বর্তমান গ্রাহকদের কোনও সমস্যা হবে না। জানা গিয়েছে, ২০২২-২০২৩ এ তথ্য-প্রযুক্তি বিষয় খতিয়ে দেখেছিল আরবিআই। সেই সময় বেশ কিছু বিষয়ে খামতি ধরা পড়ে। আইটি সংক্রান্ত দিকে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের অনেক ঝুঁকি আছে মনে করেছে আরবিআই। ডেটা সিকিউরিটি, ডেটা লিক প্রিভেনশন সহ একাধিক বিষয়ে আরবিআই-এর গাইডলাইন মানা হয়নি বলে উল্লেখ করেছে আরবিআই।
TOP RELATED