Last Update
RCB vs DC: টলল দিল্লির মসনদ, প্লে-অফের দৌড়ে টিকে রইল RCB
Royal Challengers Bengaluru vs Delhi Capitals IPL 2024: চলতি আইপিএল টুর্নামেন্টে প্লে-অফের লড়াই ক্রমশ জমে উঠছে। এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সই একমাত্র দল যারা প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পেরেছে। অন্য দিকে পাঞ্জাব কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। বাকি সাতটা দল অবশিষ্ট তিনটি আসনের জন্য লড়াই করে যাচ্ছে। এই ম্যাচের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেট রান রেট ছিল প্লাস ০.২১৭। আজকের ম্যাচে দিল্লির বিরুদ্ধে জয়ে ২ পয়েন্ট এবং নেট রান রেটও বাড়িয়ে নিলেন বিরাটরা। ছাপিয়ে গেলেন দিল্লি-লখনউকে। পাঁচ নম্বরে উঠে এল আরসিবি।
দিল্লি ক্যাপিটালসকে প্রথমে ব্যাট করে ১৮৮ রানের টার্গেট দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চিন্নাস্বামী স্টেডিয়াম এবং পিচে এই স্কোর খুব একটা সুরক্ষিত নয়। দিল্লি ক্যাপিটালস টিমে জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক, অভিষেক পোড়েলের মতো বিধ্বংসী ওপোর ছিলেন। যদিও এই ম্যাচে অভিষেক নয়, ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ডেভিড ওয়ার্নারকে ওপেনিংয়ে পাঠায় দিল্লি। তবে এই পরিকল্পনা কাজে দেয়নি।
পাওয়ার প্লে-তেই চার উইকেট তুলে নেয় আরসিবি। এখান থেকেই মনে হচ্ছিল ম্যাচ পুরোপুরি আরসিবির দখলে। যদিও শেই হোপ ও স্ট্যান্ড ইন ক্যাপ্টেন অক্ষর প্যাটেল জুটি ভরসা দেয়। অবশেষে জুটি ভাঙেন লকি ফার্গুসন। ত্রিস্তান স্টাবসের ইনিংসও দীর্ঘ স্থায়ী হয়নি। রানের জন্য দৌড়ন স্টাবস। ক্যামেরন গ্রিন উল্টো প্রান্তে গিয়ে বল তুলে নন স্ট্রাইকারের দিকে উইকেট ভেঙে দেন।
দিল্লি ইনিংসের ১৫তম ওভারের শেষ বলে রশিকের উইকেট নেন ক্যামেরন গ্রিন। শেষ ৩০ বলে ৬১ রান টার্গেট দাঁড়ায় দিল্লির। অক্ষর ছাড়া ভরসা দেওয়ার মতো বিকল্প নেই। সেই আশা কার্যত শেষ হয়ে যায়। স্ট্র্যাটেজিক টাইম আউটের পরই অর্থাৎ ১৬তম ওভারে অক্ষর প্যাটেলের উইকেট নেন যশ দয়াল। শেষ ওভারের প্রথম বলেই কুলদীপকে বোল্ড করে দিল্লিকে অলআউট করেন যশ। ৪৭ রানের বড় জয় আরসিবির।
TOP RELATED