Last Update
প্রশাসনকে লাথি মারতে পারছ না?মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করো'
রোদ্দুর রায় আবারও আরজি কর কাণ্ড নিয়ে সরব হয়েছেন। সেখানে তিনি সোজাসুজি প্রশ্ন তুলেছেন যে কেন রাত দখল করা হল। এতে সমাধান হবে না বলেই তাঁর মত। আর কী জানালেন তিনি?
কী বলেছেন রোদ্দুর রায়?
রোদ্দুর রায় এদিন একটি ভিডিয়ো পোস্ট করে বলেন, 'পুলিশের নামে কিছু চামচা পুষে রেখে তাঁদেরকে ব্যবহার করে এই কর্তৃপক্ষ।
এই প্রিন্সিপালগুলো যেখানে যত আছে তারা সবাই নিজেদের জায়গায় প্রভুত্ব কায়েম করে একটা মাফিয়া রাজ চালাচ্ছে। ডিয়ার ম্যান এই লোকগুলো দেখলে বোঝা যাচ্ছে, তাঁদের ব্যাকগ্রাউন্ড জানলে বোঝা যাচ্ছে। এবার তোমার তাঁদের মুখোশ খুলতে পারছ না। তাঁদের মদত করছে যে প্রশাসন সেই প্রশাসনকে লাথি মারতে পারছ না। You don't have the guts man. তোমরা রাস্তায় ঘেউ ঘেউ করে কয়েকটা পোস্টার লিখবে, রাত দখল করে বলবে সারারাত আমরা এখানে জাগলাম, মেয়েরা রাস্তা দখল করেছে, তাতে কিচ্ছু যায় আসে না প্রশাসনের। তাঁরা দেখে মুচকি হাসছে। পারলে আরজি কর ঘেরাও করো। পারলে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করো।'
কী ঘটেছে ১৪ অগস্ট?
গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয় এক মহিলা চিকিৎসকের দেহ। জানা যায় তিনি ধর্ষিত হয়েছেন। আর সেটারই প্রতিবাদ জানিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে ১৪ অগস্ট 'রাত দখল' করেন মহিলাটা। যোগ দেন পুরুষরাও। বেঙ্গালুরু, মুম্বইতে চলে জমায়েত। আরজি কর হাসপাতালে এদিন প্রবল ভাঙচুর এবং ধস্তাধস্তি চলে।
TOP RELATED