Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

মমতাকে খোলা চিঠি রূপাঞ্জনার

মমতাকে খোলা চিঠি রূপাঞ্জনার

Published on: Published on 2024-10-22 07:17 PM

Share on:

কয়েক বছর আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন টলিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তবে দলে যোগ দেওয়ার পর আচমকাই বিজেপি ত্যাগ করেন। সে সময় রূপাঞ্জনা স্পষ্ট করেননি তাঁর বিজেপি ছাড়া নেপথ্যের কারণ। আর এবার সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক খোলা চিঠি লিখে জানালেন, তাঁর বিজেপি ছাড়ার আসল কারণ। সঙ্গে পোস্ট করলেন, অভিনেত্রীকে পাঠানো মুখ্যমন্ত্রীর বিজয়ার উপহারের ছবি।অভিনেত্রী লিখলেন, ”মাননীয়া, 2007 থেকে আপনাকে লড়াইয়ের ময়দানে দেখেছি, তখন স্বল্প বয়েস আমারো তাই আবেগের সুনামিতে আমিও গা ভাসিয়ে ছিলাম তারপর একটা গোটা দশক অনেক কিছু শুনলাম, দেখলাম, বুঝলাম..জানার ইচ্ছে আরো বাড়লো বলেই কিছু বছর রাজনীতির সঙ্গে ছিলাম অব্যশই এক অন্য দলে.. প্রথম দিন আমাদের বলা হয়েছিল আপনাকে, আপনার নাম সম্মানকে ATTACK করতে কারণ আপনার নামটাই তাদের কাছে থ্রেট! !”এই খোলা চিঠিতে রূপাঞ্জনা আরও লিখলেন, ”আপনাকে আর আপনার নামকে attack করতে পারিনি বলে নিজে ছেড়ে দিলাম দল | আপনার কাছে শুধু একটাই আবেদন আপনি আরো সংবেদনশীল হন যাতে আমাদের পুরোনো দিদিকে আমরা ফিরে পাই | আপনার কাছে অনেকে পৌঁছোতে চেয়েও পরেনা কারণ কিছু মধ্যেখানের সিলেক্টেড/ইলেক্টেড অল্ডারম্যানদের মতো বিশেষ লোকজনদের জন্য যারা নিজেদের স্বার্থসিদ্ধি জন্য আপনার কাছে মানুষের কথা পৌঁছোতে দেয়না বা হয়তো কোনো ভাবে পৌঁছোনো যায়না অনেক দরকারি বিষয়ে… আপনার পক্ষে সব জানা সম্ভব হয়না কিন্তু আপনাকে দায়ে নিতে হবে সবের তাই একজন এই রাজ্যের এবং এই দেশের নাগরিক হয়ে আপনার কাছে অনুরোধ রাখলাম আপনি নিজে হাত বাড়িয়ে দিন যাতে আপনার সাথে মানব বন্ধন আরো শক্তিশালী হয়ে উঠুক। প্রণাম নেবেন, শুভ বিজয়া।”

TOP RELATED