Last Update
ইউক্রেনের পরমাণু কেন্দ্রে আগুন লাগানোর চেষ্টা রাশিয়ার
নিজেদের হেফাজতে থাকা ইউক্রেনের জাপোরজিয়া পরমাণু কেন্দ্রে আগুন লাগানোর চেষ্টা করে রাশিয়া। রবিবার দক্ষিণ ইউক্রেনে যে জাপোরজিয়া পরমাণু কেন্দ্র রয়েছে, সেখানে আগুন লাগানোর চেষ্টা করে রুশ সেনা। একটি টেলিগ্রাম মেসেজের মাধ্যমে এমনই অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি।
যে খবর প্রকাশ্যে আসতেই নিয়ে চাঞ্চল্য ছড়ায়। ইউক্রেন-সহ গোটা পশ্চিমী বিশ্বকে ব্ল্যাকমেল করতেই জাপোরজিয়া পরমাণু কেন্দ্রে রাশিয়া আগুন ধরানোর চেষ্টা করে বলে অভিযোগ করেন ভলোদিমির জেলেনস্কি।
জাপোরজিয়া পরমাণু কেন্দ্রে রাশিয়া যেভাবে আগুন ধরানোর চেষ্টা করে, তার প্রেক্ষিতে গোটা বিশ্বের তরফে কী বলা হয়, সেই মতবাদের অপেক্ষা করা হচ্ছে বলে মন্তব্য করেন ইউক্রেনের প্রধান ভলোদিমির জেলেনস্কি। পাশাপাশি আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি এজেন্সিকেও বিষয়টি জানানো হয়েছে। জাপোরজিয়া পরমাণু কেন্দ্রে আগুন লাগলে, তার জন্য পুরোপুরিভাবে রাশিয়া দায়ি বলে তোপ দাগেন জেলেনস্কি।
TOP RELATED