Last Update
শিক্ষকদের বেতন বাড়ান..,' সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল রাজ্য সরকার
বহুদিন থেকে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা। গত সোমবার চারমাস পর এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। যা নিয়ে কার্যত হতাশ হয়ে পড়েছেন আন্দোলনকারীদের অধিকাংশ। তবে এবার সর্বোচ্চ আদালতে জয় পেল শিক্ষকেরা।
শিক্ষকদের বেতন সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল রাজ্য সরকার। এর আগে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ ও ডিভিশন বেঞ্চও শিক্ষকদের পক্ষেই রায় দিয়েছিল। তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ছোটে রাজ্য সরকার। তবে এবার সেখানেও সুরাহা হল না।
সুপ্রিম কোর্টের নির্দেশ, স্থায়ী শিক্ষকদের যে ন্যূনতম বেসিক পে প্রদান করা হয়, সেটা দিতে হবে উচ্চমাধ্যমিক স্তরে চুক্তিভিত্তিক শিক্ষকদেরও। ২০০২-২০০৩ সাল থেকে চুক্তির ভিত্তিতে এই সমস্ত শিক্ষকদের নিয়োগ শুরু হয়। এদিকে ২০১০ সালে এসে রাজ্যের তরফে জানানো হয় চুক্তিভিত্তিক শিক্ষকদেরও স্থায়ী শিক্ষকদের মতোই কাজ করতে হবে।
তবে একই কাজ করতে হলেও স্থায়ী শিক্ষকদের সাথে তাদের বেতনের ফারাক ছিল বিস্তর। তাদের বেতন বৃদ্ধি করে নি রাজ্য সরকার। সেই পরিস্থিতিতে স্থায়ী শিক্ষকদের মতো বেসিক পে-এর দাবি জানিয়ে শেষমেষ হাইকোর্টে মামলা করেছিলেন এই সকল চুক্তিভিত্তিক শিক্ষকেরা। এর আগে তাদের দাবিতে হাইকোর্ট দুবার শীলমোহর দিলেও রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। এবার শীর্ষ আদালতও সেই একই রায় বহাল রাখল।
TOP RELATED