Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

শাহরুখের জন্মদিনের পার্টিতে থাকছেন না সলমন

শাহরুখের জন্মদিনের পার্টিতে থাকছেন না সলমন

Published on: Published on 2024-11-02 07:18 PM

Share on:

আপদে বিপদে সবসময়ে একে অপরের পাশে থেকেছেন শাহরুখ-সলমন। রিল লাইফে যেমন করণ-অর্জুনের ‘ভাইচারা’ সুপারহিট। তেমনই রিয়েল লাইফেও তাঁদের বন্ধুত্ব অটুট। মাদককাণ্ডে আরিয়ান খানের গ্রেপ্তারির পর মধ্যরাতে মন্নতে ছুটেছিলেন সলমন খান। সেই সময়ে শাহরুখ-গৌরীর পাশে থেকেছে সলমনের পরিবারও। কিন্তু বিষ্ণোইদের উৎপাতে ভাইজান বর্তমানে যখন কঠিন সময়ের মধ্যে রয়েছেন, তখন কিং খান চুপ! এমনকী শনিবার শাহরুখের জন্মদিনের পার্টিতেও থাকছেন না সলমন। নিরাপত্তার অভাবেই?আসলে, বাবা সিদ্দিকির মৃত্যুর পর থেকেই আতঙ্কের পরিবেশ মুম্বইয়ে। বিশেষ করে বলিউডে। কারণ এনসিপি নেতাকে খুন করার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। উপরন্তু মুহুর্মুহু সলমন খানকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। সাবধান করে দেওয়া হয়েছে, ভাইজান ঘনিষ্ঠদেরও। কারণ সিদ্দিকির মৃত্যুর পর বিষ্ণোই গ্যাংয়ের তরফে সাফ জানানো হয়েছে যে, সলমনের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই এমন করুণ পরিণতি হয়েছে তাঁর। অতঃপর বর্তমানে চব্বিশ ঘণ্টা কড়া নিরাপত্তায় মুড়ে থাকতে হচ্ছে সলমন খানকে। নিরাপত্তার অভাবের জেরেই কি শাহরুখ খানের বার্থডে পার্টিতে থাকছেন না বন্ধু ভাইজান? নাকি শাহরুখের কোনওরকম ক্ষতি হোক চান না। সেইজন্যই সুপারস্টারের জন্মদিনের উদযাপন এড়িয়ে যাচ্ছেন?জানা গেল, শনিবার দুপুরেই সলমন কড়া নিরাপত্তায় মুড়ে মুম্বই ছেড়ে অন্যত্র উড়ে গিয়েছেন। এদিন মুম্বই বিমানবন্দর থেকে ভাইরাল হয়েছে তাঁর ভিডিও। প্রাণনাশের হুমকির মাঝেই কোথায় গেলেন তিনি? জানা গিয়েছে, ভাইজান তাঁর নতুন ছবি ‘সিকান্দার’-এর আউটডোর শুটিংয়ের জন্যই শহর ছেড়েছেন। লাগাতার প্রাণনাশের হুমকি, তবুও কর্তব্যে অবিচল সলমন খান। বিষ্ণোই গ্যাংয়ের নিত্য হুমকিতেও দমে না গিয়ে কাজ জারি রেখেছেন তিনি। শনিবার তাই শাহরুখের জন্মদিনেও থাকা হচ্ছে না তাঁর।

TOP RELATED