Last Update
সলমন আর ‘সিঙ্গল’ নন!
সলমনের জীবনে প্রেম যে আসেনি, তেমনটা নয়! একবার তো বিয়ের আমন্ত্রণপত্র ছাপাও হয়েগিয়েছিল। শেষমুহূর্তে ভেস্তে যায় সব! তার পরও একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে। কখনও সৌমি আলি, কখনও বা ঐশ্বর্য রাই আবার পরে ক্যাটরিনা কাইফের সঙ্গেও তাঁর প্রেমের খবরে মশগুল হয়েছে বিটাউন। কিন্তু শেষ পর্যন্ত খান পরিবারের বউমা হওয়ার সাহস আর কেউ দেখাননি! নেপথ্যে শোনা যায়, ভাইজানের বদমেজাজই দায়ী। বহুবার বিয়ের প্রস্তাব এলেও ফিরিয়েছেন। তবে আটান্নতে পৌঁছে হয়তো থিতু হলেন সলমন খান। তিনি যে ‘সিঙ্গল’ নন, শুক্রবার রাতে অনন্ত-রাধিকার সঙ্গীতের অনুষ্ঠানেই তার প্রমাণ পাওয়া গেল।
কার হাত ধরে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে পৌঁছলেন ভাইজান? তাঁকে দেখা গেল ইউলিয়া ভান্তুরের সঙ্গে। দীর্ঘ কয়েক বছর থেকেই রোমানিয়ান এই মডেল-অভিনেত্রীর সঙ্গে সলমনের প্রেমের সম্পর্কের গুঞ্জন। একবার তো এও রটে যায়, নিজের জন্মদিনেই ইউলিয়াকে বিয়ে করছেন সলমন। যদিও সেই ঘটনা সত্যিই ঘটেনি। তবে বারবার রোমান সুন্দরীর সঙ্গে ফ্রেমে ধরা দিয়েছেন বলিউড সুপারস্টার। মাঝখানে শোনা গিয়েছিল, সলমন-ইউলিয়ার সম্পর্কে নাকি ভাঙন ধরেছে! যদিও বন্ধুত্ব বজায় রেখেছেন তাঁরা। তবে এরপরও ভাইজানের পারিবারিক অনুষ্ঠানে ইউলিয়ার উজ্জ্বল উপস্থিতি লক্ষ করা গিয়েছে।অনন্ত-রাধিকার সঙ্গীতের অনুষ্ঠানেও দিব্যি দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে নাচতে দেখা গেল সলমনকে। নেপথ্যে বাজছে, তাঁরই ছবির ব্লকবাস্টার গান ‘ও ও জানে জানা’। ডান্সফ্লোরে ইউলিয়ার সঙ্গে সিগনেচার স্টেপে নেচে বাজিমাত করলেন বলিউড সুপারস্টার। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ফাঁস হওয়ার পর দাবানল গতিতে ছড়িয়ে পড়েছে। আর সেটা দেখেই প্রশ্ন উঠেছে, তাহলে কি আবারও সিঙ্গল লাইফ ঘুচেছে সলমনের? ফিরে এসেছে তাঁর পুরনো প্রেমিকা? যদিও সেসব উত্তর অধরাই। কিন্তু আপাতত সলমন-ইউলিয়ার নাচের ভিডিওতে মজে নেটপাড়া।
TOP RELATED