Last Update
হাই কোর্টে সন্দেশখালির তরুণী
সন্দেশখালিতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতি-সহ ৩ জনের বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগ, প্রথমে পুলিশ অভিযোগ নিতে রাজি হয়নি। পরবর্তীতে এফআইআর হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি পুলিশ। উলটে লাগাতার নির্যাতিতাকে হুমকি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে এবার আদালতের দ্বারস্থ হলেন ওই তরুণী। তাঁকে মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি।গতবছরের জানুয়ারি থেকে চর্চায় সন্দেশখালি। বহু মহিলা তাঁদের উপর হওয়া নির্যাতনের কাহিনী তুলে ধরেছেন। পুলিশের দ্বারস্থ হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন এলাকার বেতাজ বাদশা শেখ শাহজাহান। অভিযোগ, এসবের মাঝেই গত ১৬ মে এলাকার এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক-সহ ৩ জনের বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেও কোনও লাভ হয়নি। যদিও বেশ কিছুদিন পর এফআইআর দায়ের হয়। তারপর দীর্ঘদিন পেরিয়ে গেলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। এমনকী কাউকে গ্রেপ্তারও করা হয়নি।অভিযোগ, উলটে নির্যাতিতাকে এফআইআর তুলে নেওয়ার জন্য হুমকি দিতে শুরু করেন অভিযুক্তরা। এরপরই তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিকের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হলেন নির্যাতিতা। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি। বুধবার শুনানির সম্ভাবনা।
TOP RELATED