Last Update
আদালত থেকে বেরিয়ে ফের বিস্ফোরক সঞ্জয় রায়
ফের বিস্ফোরক আর জি কর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়। তাঁর দাবি, পুলিশের বড়কর্তারা ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসিয়েছেন। সব সত্যি পুলিশ কর্তারা জানেন। স্বাভাবিকভাবেই সঞ্জয়ের মুখে ফের ষড়যন্ত্রের তত্ত্ব নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।এমনকী ঘটনায় সময়কার পুলিস কমিশনার বিনীত গোয়েলের নাম করেও একথা বলে সঞ্জয়। অভিযুক্ত বলে, 'বিনীত গোয়েল, ডিসি স্পেশাল আমাকে ফাঁসিয়েছে। আমি নাম বলে দিচ্ছি। ওরা সাজিশ করে আমাকে ফাঁসিয়েছে। ওরা জানে কেন ফাঁসিয়েছে।'আরজি করে তরুণী চিকিত্সকের ধর্ষণ ও খুন কাণ্ডে চার্জ গঠন করা হয়। চার্জশিট পেশের ২৮ দিনের মাথায় মোট ৩ ধারায় চার্জ গঠন হয়। সিবিআইয়ের চার্জশিটে সিভিক ভল্য়ান্টিয়ার সঞ্জয়েরই নাম রয়েছে।এর আগের দিনও প্রিজন ভ্যানের ভেতর থেকে তাকে বলতে শোনা যায়, আমি খুন ধর্ষণ করিনি। আমাকে ফাঁসানো হচ্ছে। এতদিন চুপ ছিলাম। আমাকে চাপ দিয়ে অনেককিছু বলিয়ে নেওয়া হচ্ছে। আমাকে শেখানো হচ্ছে কী বলতে হবে। ডিপার্টমেন্ট আমাকে কিছু বলতে দেয়নি। সঞ্জয় রায় নিজেকে বারবার নির্দোষ বলে দাবি করলেও সিবিআইয়ের চার্জশিটে সিসিটিভির ফুটেজ, পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ, ডিএনএ রিপোর্টের উপরে ভিত্তি করে সঞ্জয়কেই দোষী বলে মনে করছে। আরজি করের মৃত চিকিত্সক-পড়ুয়ার ময়না তদন্তের রিপোর্টে নির্যাতিতার শরীরে ২৫টিরও বেশি গভীর ক্ষতের উল্লেখ পাওয়া যায়। ১৬টি বাহ্যিক আঘাত, ৯টি অভ্য়ন্তরীণ। নির্যাতিতার মাথা, মুখ, ঠোঁট, চোখ, ঘাড়, হাত ও যৌনাঙ্গে গভীর ক্ষতের উল্লেখ রয়েছে রিপোর্টে।
TOP RELATED