Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

রাজ্য শাখার ভোটে ফের জয়ী শান্তনু সেন

রাজ্য শাখার ভোটে ফের জয়ী শান্তনু সেন

Published on: Published on 2024-12-19 07:18 PM

Share on:

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ-র রাজ্য শাখার ভোটে ফের জয়ী শান্তনু সেন। সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর প্রাপ্ত ভোট ৪৩০টি।এই পদে মোট তিনজন প্রতিদ্বন্দ্বী ছিলেন। তাঁদের মধ্যে শান্তনু সেন ৪৩০টি ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চিকিৎসক সুকান্ত চক্রবর্তী ১১৬টি ভোট পেয়েছেন। আরেক প্রতিদ্বন্দ্বীর ঝুলিতে মোটে ২৬টি ভোট। এই ভোটগণনা কেন্দ্র করে যাতে কোনও অশান্তি না হয় সেদিকে বিশেষ নজর রাখা হয়েছিল। গন্ডগোলের আশঙ্কায় বাউন্সার নিয়োগ করা হয়।উল্লেখ্য, আইএমএ রাজ্য শাখার নির্বাচন গত ২ মাস ধরে চলছিল। রাজ্য দপ্তরের তার গণনা ছিল বুধবার। প্রথমে ভোটে লড়বেন না বলেই সিদ্ধান্ত নিয়েছিলেন শান্তনু। তবে একেবারে শেষ মুহূর্তে তিনি সিদ্ধান্ত নেন ভোটে লড়ার। অবশেষে মিলল জয়। আরও একবার আইএমএ-র রাজ্য সম্পাদক পদে শান্তনু সেন। ভোটে জয়ের পরই নয়া কর্মসূচি ঘোষণা করেন তিনি। আর জি করের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ৯০ দিন পার হওয়ার পরেও কেন সিবিআই চার্জগঠন করতে পারল না, সেই ব্যর্থতাকে তুলে ধরে আগামী ২৩ ডিসেম্বর সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছে। শান্তনু সেন বলেন, “চিকিৎসকদের ও চিকিৎসা ব্যবস্থা স্বার্থে সকলকে নিয়ে আইএমএ ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। অতীতের মতো রাজ্য সরকারের যেকোনও ভালো কাজে সদর্থক ভূমিকা নিয়ে সহযোগিতা করবে।”

TOP RELATED