Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

150 শূন্যপদ পূরণের পথে SBI

150 শূন্যপদ পূরণের পথে SBI

Published on: Published on 2024-06-26 11:29 AM

Share on:

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি করতে চান? তাহলে আর দেরি না করে জমা দিন দরখাস্ত। চলতি সপ্তাহের বৃহস্পতিবার 27 জুন শেষ হচ্ছে সেই সময়সীমা। কারা করতে পারবেন আবেদন? লাগবে কী কী শিক্ষাগত যোগ্যতা? এই সময় ডিজিটালের এই প্রতিবেদনে রইল তার হদিশ...


বর্তমানে দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক হল এসবিআই। গত 7 জুন, নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে এই আর্থিক প্রতিষ্ঠান। সেখানে বলা হয়েছে, মোট 150 শূন্যপদে হবে দেওয়া হবে চাকরি। পোস্টিং মিলবে মূলত কলকাতা ও হায়দরাবাদে। তবে প্রয়োজনে দেশের অন্যত্র যেতে হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


এসবিআই জানিয়েছে, ট্রেড ফিন্যান্স অফিসার হিসেবে স্পেশালিস্ট ক্যাডারে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। মিডল ম্যানেজমেন্ট স্কেলের গ্রেড 2 স্তরে হবে পোস্টিং। 150 শূন্যপদের মধ্যে সংরক্ষিত ও অসংরক্ষিতদের জন্য কতগুলি আসন রয়েছে, তা নীচের চার্টে তুলে দেওয়া হল...


সংশ্লিষ্ট পোস্টে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। তবে প্রার্থীর আইআইবিএফের অধীনে ফরেক্স সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া যাঁদের সিডিসিএস শংসাপত্র রয়েছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।


এতে আবেদনের জন্য প্রয়োজন পেশাগত দক্ষতার। ফলে বাণিজ্যিক ব্যাঙ্কে ট্রেড ফিন্যান্স প্রসেসিং বিভাগে ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। উল্লেখ্য, এই পদে স্থায়ীভাবে নিয়োগ করবে না স্টেট ব্যাঙ্ক। 6 মাসের প্রবেশন পিরিয়ডে করতে হবে কাজ।


প্রসঙ্গত, এতে চাকরিপ্রাপক প্রতি মাসে পারিশ্রমিক বাবদ পাবেন 48,170 টাকা। এছাড়া ডিএ, এইচআরএ, সিসিএ, পিএফ ও মেডিক্যাল ইনস্যুরেন্স দেওয়া হবে। এব্যাপারে বিস্তারিত তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিতে রাখতে হবে চোখ।


আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনের জন্য এসবিআইয়ের অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে বলা হয়েছে। সেখানেই মিলবে আবেদনের লিঙ্ক। যাতে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে পারবেন তাঁরা। সংশ্লিষ্ট পদের জন্যে কোনও লিখিত পরীক্ষা নেবে না এসবিআই। আবেদনকারী মধ্যে থেকে বেশ কয়েকজনকে ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। সেখানেই হবে চূড়ান্ত প্রার্থী নির্বাচন। ইন্টারভিউয়ের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্তা-ব্যক্তিরা।

TOP RELATED