Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

শরদের গলায় রাজনৈতিক সন্ন্যাসের ইঙ্গিত

শরদের গলায় রাজনৈতিক সন্ন্যাসের ইঙ্গিত

Published on: Published on 2024-11-05 07:05 PM

Share on:

সামনেই মহারাষ্ট্রে বিধানসভা ভোট। তার পরেই কি রাজনৈতিক সন্ন্যাস নিতে চলেছেন বর্ষীয়ান শরদ পওয়ার? মঙ্গলবার এমনই ইঙ্গিত দিয়েছেন ৮৩ বছরের এনসিপি নেতা। এদিন তিনি জানান, ভবিষ্যতে আর কোনও ভোটে প্রার্থী হবেন না। রাজ্যসভার সাংসদ হিসেবে ১৮ মাসের মেয়াদ শেষ হলেই পুরোপুরি রাজনৈতিক সন্ন্যাস নেবেন।ছত্রপতি শিবাজীর দেশে রাজনৈতিক আঙিনায় ভীষ্ম পিতামহ হিসেবে পরিচিত শরদ পওয়ার। ১৯৯৯ সালে গঠন করেন নয়া দল এনসিপি। পশ্চিম মহারাষ্ট্রের বারামতিকে পওয়ার পরিবারের গড় হিসেবে মনে করা হয়। সেই বারমতির জনসভায় দাঁড়িয়েই শরদ বলেন, “আমি ক্ষমতায় নেই…রাজ্যসভার সাংসদ হিসেবে মেয়াদ আর বছর দেড়েক রয়েছে। ভবিষ্যতে কোনও ভোটে প্রতিদ্বন্দ্বিতা করব না। একটা সময় তো থামতেই হয়!” এইসঙ্গে তাঁকে মোট ১৪ বার বিধায়ক হিসেবে নির্বাচিত করার জন্য বারামতির নাগরিকদের ধন্যবাদ জানান তিনি।শরদের ছয় দশকের রাজনৈতিক জীবনের সমাপ্তি এমন সময় হচ্ছে, যখন এনসিপি-কংগ্রেস এবং উদ্ধব ঠাকরের শিব সেনা লড়াইয়ে নামছে বিজেপি, শিণ্ডে সেনা এবং ভাইপো অজিত পওয়ার গোষ্ঠীর এনসিপির সঙ্গে। এই অবস্থায় পওয়ার বনাম পওয়ার লড়াই দেখতে চলেছে বারামতি। অজিত পওয়ারের সঙ্গে কাঁটায় কাঁটায় লড়াই শরদ সমর্থিত আরেক ভাইপো যুগেন্দ্র পওয়ারের সঙ্গে। মনে করা হয় এই কেন্দ্রের জনতা ভীষ্ম পিতামহের কথায় ভোট দেয়। সেখানে জনসভায় ‘শেষবারের মতো’ পছন্দের প্রার্থীর জন্য ভোট চাইলেন বর্ষীয়ান নেতা।

TOP RELATED