Last Update
স্বস্তির বৃষ্টিতেও বিষাদের সুর, একের পর এক মৃত্যু সংবাদ, প্রাণ কাড়ল বজ্রপাত!
এক্সপ্রেস কলকাতা ডেস্ক: অবশেষে হল দক্ষিণবঙ্গে বৃষ্টির ছোঁয়া। কিন্তু এই স্বস্তির বৃষ্টির মাঝেও বিষাদ। একাধিক জেলা থেকে মিলেছে মৃত্যুর খবর। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির মাঝে পড়ে মৃত্যু হয়েছে অন্তত ছয় জনের। খাস কলকাতায় গাছ ভেঙে পড়েও বিপত্তি বেঁধেছে। আবার ঝড়বৃষ্টির জেরে শিয়ালদহের দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল।
সোমবার বিকেলের দিকে থেকেই জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়। সন্ধে নামতেই কলকাতা ও শহরতলিতেও মুশলধারে বৃষ্টি নামে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া-সহ একাধিক জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি নামে। সঙ্গে দোসর বজ্রপাত আর দমকা হাওয়া। তীব্র দাবদাহের থেকে মুক্তি আনা প্রথম বৃষ্টিতেই জেলায় জেলায় কাড়ল প্রাণ। এখনও পর্যন্ত অন্তত ছয় জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন জেলা থেকে।
কালবৈশাখীর প্রথম ধাক্কাতেই কাটোয়া ও কেতুগ্রামে বজ্রপাতে মৃত্যু হয় দুজনের। জখম একজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাটোয়ার কামাল গ্রামের বাগদিপাড়ার বাসিন্দা উন্নতি মাঝি (৪৯) নামে এক বধূ ভেড়া চড়িয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে আহত হন। তাঁকে কাটোয়া হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কেতুগ্রামের খাটুন্দি গ্রামে বিশ্বনাথ থান্দার (৬৮) নামে এক ব্যক্তি বজ্রপাতে মারা গিয়েছেন। তিনি মাঠ থেকে গরু চড়িয়ে ফেরার সময় এই ঘটনা ঘটে। কেতুগ্রামের পালিটা গ্রামে সুষ্মিতা সোরেন (১৪) এক কিশোরী বজ্রপাতে জখম হয়।
পুরুলিয়ার আরসা থানা এলাকায় প্রচণ্ড ঝড়-বৃষ্টির মাঝে পড়ে যায় তিন পড়ুয়া ও এক স্থানীয় যুবক। বৃষ্টির হাত থেকে বাঁচতে তাঁরা একটি গাছের তলায় আশ্রয় নেন। সেই সময়েই বজ্রপাত হওয়ায় গুরুতর আহত হন চার জনই। স্থানীয়দের তৎপরতায় তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে এক জন পড়ুয়া ও অপরজন স্থানীয় যুবক। বাকি দুজনকে স্থানান্তর করা হয়েছে পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
পশ্চিম মেদিনীপুরে পিংলা থানা এলাকায় ঝড়ের রাতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম পিন্টু সামন্ত। বয়স ৩৫ বছর। জানা যাচ্ছে, ঝড়-বৃষ্টির সময় বাড়ির পিছনেই একটি আম গাছের আম কুড়াতে গিয়েছিলেন তিনি। সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে।
TOP RELATED