Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

লোকার্নো চলচ্চিত্র উৎসবে কোন গান গাইলেন কিং খান

লোকার্নো চলচ্চিত্র উৎসবে কোন গান গাইলেন কিং খান

Published on: Published on 2024-08-13 07:34 PM

Share on:

বলিউড সুপারস্টার শাহরুখ খান আবারও তার ভক্তদের মন জয় করেছেন ৭৭তম লোকার্নো চলচ্চিত্র উৎসবে। উৎসবে অভিনেতার আইকনিক গান কুছ কুছ হোতা হ্যায় গাওয়ার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ভক্ত এবং শ্রোতারা তাদের উত্তেজনা ভাগ করে নিয়েছে। [লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে শাহরুখের 'গুগল মি' মন্তব্যের জবাব দিল গুগল]


ভিডিয়োতে দেখা যাচ্ছে, মঞ্চে জওয়ান অভিনেতা, সামনে বিপুল সংখ্যক জনতা। সকলের সঙ্গে হেসে কথা বলছেন কিং খান। এরকমই একটি হৃদয়গ্রাহী মুহূর্তে, দর্শকরা সকলে মিলে কুছ কুছ হোতা হ্যায় গাইতে শুরু করেন এবং শাহরুখ খানও তাতে গলা মেলান, যা উপস্থিত সকলের উত্তেজনা আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। সুপারস্টার কোরাসে তার কণ্ঠ যুক্ত করার সঙ্গে সঙ্গে জনতা উল্লাসে ফেটে পড়ে, যা গোটা মুহূর্তটাকে স্মরণীয় করে তোলে।


১০ আগস্ট, জওয়ান অভিনেতা লোকার্নো চলচ্চিত্র উৎসবের ৭৭তম সংস্করণে লাইফটাইম অ্যাটিভমেন্ট পুরস্কারে ভূষিত হন, যা পার্দো আল্লা ক্যারিয়ারা বা ক্যারিয়ার চিতাবাঘ নামেও পরিচিত।


কিং খান বারবরের মতো এবারেও নিজের চার্মিং পার্সোনালিটি দিয়ে উপস্থিত সকলকে বশ করে নেন। উৎসবের বেশ কয়েকটি দৃশ্য ভাইরাল অনলাইনে, যাতে দেখা যাচ্ছে জনতা রীতিমতো পাগল সামনে কিং খানকে দেখে।


মসৃণ কালো ব্লেজার এবং ম্যাচিং ট্রাউজারে এদিন দেখা যায় শাহরুখকে। চুল লম্বাই। তবে আসল আকর্ষণ ছিল তাঁর বক্তৃতা। যা সকলের মুখে ফোটায় হাসি, ভারত থেকে অত দূরেও। লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একগুচ্ছ ছবি আর ভিডিয়ো জোয়ার তুলেছে।


'আমি বিশ্বাস করি, সিনেমা আমাদের যুগের সবচেয়ে গভীর ও প্রভাবশালী শৈল্পিক মাধ্যম। অনেক বছর ধরে এর অংশ হওয়ার সৌভাগ্য আমার হয়েছে এবং এই যাত্রা আমাকে কিছু শিক্ষা দিয়েছে।', এদিন বলতে শোনা যায় শাহরুখ খানকে।


ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর ৩৫ বছরের কেরিয়ারে শাহরুখ তাঁর অভিনীত বিভিন্ন চরিত্রে সম্পর্কেও কথা বলেন। 'আমি একজন খলনায়ক ছিলাম, আমি একজন চ্যাম্প ছিলাম, আমি একজন সুপারহিরো ছিলাম, আমি জিরো ছিলাম'। প্রসঙ্গত, পরিচালক সঞ্জয় লীলা বানসালির ২০০২ সালের হিট সিনেমা দেবদাস, যাতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখ খানকে, দেখানো হয় লোকার্নো চলচ্চিত্র উৎসবে।

TOP RELATED