Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

হাসপাতালে ভর্তি ছিলেন কিং খান! তীব্র গরমে হিটস্ট্রোক!

হাসপাতালে ভর্তি ছিলেন কিং খান! তীব্র গরমে হিটস্ট্রোক!

Published on: Published on 2024-05-22 11:34 PM

Share on:

এক্সপ্রেস কলকাতা ডেস্ক: গত দিন দুয়েক ধরেই আহমেদাবাদে রয়েছেন বলিউড বাদশা। কলকাতা নাইট রাইর্ডাসের খেলা দেখতে মঙ্গলবারই সেখানে হাজির হন তিনি। আহমেদাবাদে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে মঙ্গলবার আইপিএল ফাইনালে পৌঁছেছে নাইট রাইডার্স। দল জেতার পর মাঠে নেমে উদ্‌যাপন করতে দেখা যায় কিং খানকে। মঙ্গলবার ম্যাচ শেষের পর গভীর রাতে বস্ত্রপুরের আইটিসি নর্মদা হোটেলে ফিরে আসেন তিনি। আর তারপরই বুধবার দুপুরে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হতে হল শাহরুখ খানকে।

বলিউডের কিং খানের খবরে উদ্বিগ্ন ভক্তেরা। অভিনেতার কথা মাথায় রেখে পুলিশের কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন কিং খান। শাহরুখ খানের অসুস্থতার এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, চলতি মাসের ২০ তারিখ সপরিবারে মুম্বইতে ভোট দেন বাদশা। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেই নরেন্দ্র মোদি স্টেডিয়ামের উদ্দেশে উড়ে যান বলিউড সুপারস্টার।
মঙ্গলবার ম্যাচ শেষে গভীর রাতে বস্ত্রপুরের আইটিসি নর্মদা হোটেলে ফিরে আসেন কিং খান। কিন্তু বুধবার সকাল থেকেই অসুস্থ বোধ করতে থাকেন তিনি। তাই দেরি না করে কেডি হাসপাতালে ভর্তি করা হয় শাহরুখকে। বুধবার মুম্বইতে ফেরার কথা ছিল তাঁর। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রাম নেওয়ার জন্য সেই সফর বাতিল করেছেন কিং খান।
আহমেদাবাদে এখন তীব্র তাপপ্রবাহ চলছে। তাপমাত্রা ৪৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। এই তীব্র গরমের জন্য অসুস্থ হয়ে পড়েন কিং খান। ডিহাইড্রেশন হয়েছে বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর, এদিন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে।

TOP RELATED