Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

বর্ষবরণের বিকেলে ইডেনে নাইটদের ম্যাচে রাজকীয় মেলবন্ধন

বর্ষবরণের বিকেলে ইডেনে নাইটদের ম্যাচে রাজকীয় মেলবন্ধন

Published on: Published on 2024-04-13 10:15 PM

Share on:

এক্সপ্রেস কলকাতা ডেস্ক: নববর্ষের বিকেলে শহরে বাদশাহী জৌলুস। কলকাতা নাইট রাইডার্স- লখনউ সুপার জায়ান্টস মহারণ।এই বর্ষবরণের বিকেলেই ফের রাজকীয় মেলবন্ধনের সাক্ষী হতে চলেছে শহর কলকাতা। ইডেনে নাইটদের ম্যাচ দেখতে আসছেন কিং খান। শাহরুখের উপস্থিতিতেই সন্ধের ইডেনে শোনা যাবে করবো, লড়বো, জিতব রে।

শাহরুখ খান উপস্থিত মানেই আরও উজ্জীবিত নাইট শিবির, শাহরুখ খান মানেই গ্যালারিতে এনার্জি আর এনার্জি। খেলার শেষে শাহরুখ নেমে পড়েন মাঠে। গোটা স্টেডিয়াম প্রদক্ষিণ করেন। দারুণ এক দৃশ্যকল্প তৈরি হয় ইডেনে। এমন দৃশ্য আগেও দেখেছে ইডেন। এর আগে চলতি মরশুমে ইডেনে একটি ম্যাচই খেলেছে কেকেআর (KKR)। সেদিনও মাঠে ছিলেন বলিউড বাদশাহ। সেদিন রাসেল-রিঙ্কুরা হায়দরাবাদকে হারানোর পরও শাহরুখের মুখে দেখা গিয়েছিল চেনা উচ্ছ্বাস। খেলা শেষে মাঠ নেমে পড়ে নাইটদের সঙ্গে মেতেছিলেন উৎসবে। চমকে দিয়েছিলেন রঘুবংশী, হর্ষিতদের মতো তরুণ তারকাদের।

এবার আবার কেকেআর-এলএসজি ম্যাচে শাহরুখ খান থাকবেন। তাঁর সঙ্গে উপস্থিত থাকতে পারেন বলিউডের অন্যান্য তারকারাও। আইপিএলে (IPL 2024) চলতি মরশুমের শুরুটা দারুণ করেছে কেকেআর। প্রথমবার প্রথম তিন ম্যাচেই জয়ের মুখ দেখেছে শ্রেয়স আইয়ার ব্রিগেড। মেন্টর হিসেবে গৌতম গম্ভীরের উপস্থিতি এবার কেকেআর শিবিরে বাড়তি প্রাণশক্তি সঞ্চার করেছে। তাই শেষ ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে বিশ্রী হারেও বিশেষ আমল দিচ্ছে না নাইট শিবির। অন্যদিকে গম্ভীরের প্রাক্তন দল লখনউ এবার চেনা ছন্দে নেই। তাই রবিবার সন্ধ্যায় শাহরুখের উপস্থিতিতেই ইডেনে শোনা যাবে ‘করবো, লড়বো, জিতব রে।’

TOP RELATED