Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

উধাও লম্বা চুল, নতুন হেয়ার কাটের সঙ্গে টুপি পরে শাহরুখ

উধাও লম্বা চুল, নতুন হেয়ার কাটের সঙ্গে টুপি পরে শাহরুখ

Published on: Published on 2024-09-11 11:20 AM

Share on:

লম্বা চুল উধাও হয়ে গেছে! মাথায় এখন ছোট ছোট চুল। আসন্ন আইফা অ্যাওয়ার্ডসের জন্য মঙ্গলবার মুম্বইয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে নতুন চেহারাতেই ধরা দিলেন কিং খান। শুধু আইফাতে থাকছেনই না শাহরুখ, করণ জোহরের সঙ্গে শোয়ের পরিচালনাও করছেন। করণ ও শাহরুখ দুজনেই অংশ নেন সাংবাদিক সম্মলেনে।


শাহরুখের সাজ


এই অনুষ্ঠানে শাহরুখ খানকে একটি অল ব্ল্যাক লুকে দেখা গেছে। তিনি ডি'ইয়াভোল লাক্সারি কালেক্টিভ ব্র্যান্ডের একটি কালো টুপি পরেছিলেন, যেখানে তাঁর বড় ছেলে আরিয়ান খানের সহ-প্রতিষ্ঠাতা। একটি পাপারাজ্জো অ্যাকাউন্ট ইভেন্টের একটি ভিডিয়ো শেয়ার করেছে, যেখানে শাহরুখকে অনুষ্ঠানে আসতে এবং সামনের সারির আসনের দিকে এগিয়ে যেতে দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত রাণা ডাগ্গুবতীকে জড়িয়ে ধরেন তিনি।


সেই অনুষ্ঠানে করণ জোহরকেও দেখা গিয়েছিল। করণ এবং শাহরুখ দুজনেই মঞ্চে উঠে সাংবাদিকদের মুখোমুখি হন। আবুধাবিতে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (আইফা) ২০২৪-এর ২৪তম আসর বসতে চলেছে। 


২৭ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত, তিন দিনব্যাপী চলবে আইফা ২০২৪। প্রথম দিন (২৭ সেপ্টেম্বর) আইফা উৎবোধনের দিন, যা চারটি দক্ষিণ ভারতীয় সিনেমাকে উদযাপন করবে। দ্বিতীয় দিন (২৮ সেপ্টেম্বর) আইফা অ্যাওয়ার্ডের রাত। উৎসবের শেষ দিন, ২৯ সেপ্টেম্বর মিউজিক ইন্ডাস্ট্রির জন্য আইফা রক্স-কে উৎসর্গ করা হয়েছে। শাহরুখ ও করণের সঙ্গে এই অনুষ্ঠানের সহ-সঞ্চালনা করবেন ভিকি কৌশল।


আইফার সঞ্চালনার দায়িত্ব নিয়ে শাহরুখ খানকে বলতে শোনা গেল, 'IIFA ভারতীয় সিনেমার একটি উদযাপন, যা বিশ্বজুড়ে অনুরণিত হয় এবং বছরের পর বছর ধরে এই যাত্রার অংশ হওয়া নিঃসন্দেহে আনন্দের। আমি আইফার শক্তি, আবেগ এবং মহিমাকে আবারও জীবন্ত করে তোলার অপেক্ষায় রয়েছি, কারণ আমরা এই সেপ্টেম্বরে ভারতীয় সিনেমার একটি অবিস্মরণীয় উদযাপনের জন্য প্রস্তুত হচ্ছি!'


শাহরুখের কাজ:


শাহরুখকে শেষ দেখা গিয়েছিল ডাঙ্কি ছবিতে। ভক্তরা তাকে আগামীতে সুজয় ঘোষ পরিচালিত 'কিং' ছবিতে দেখতে পাবেন। এতে তার মেয়ে সুহানা খানও অভিনয় করবেন। ইতিমধ্যেই এই সিনেমার প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে।

TOP RELATED