Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

রণবীর সিংকে ৩ ঘণ্টা বসিয়েও না বললেন মুকেশ

রণবীর সিংকে ৩ ঘণ্টা বসিয়েও না বললেন মুকেশ

Published on: Published on 2024-11-14 07:28 PM

Share on:

রণবীর সিংকে শক্তিমান হিসেবে নাপসন্দ টেলিপর্দার জনপ্রিয় ‘শক্তিমান’ মুকেশ খান্নার। নয়ের দশকের প্রজন্মের কাছে মুকেশ খান্না মানেই সুপারহিরো ‘শক্তিমান’ কিংবা গঙ্গাধর। টিআরপি চার্টে একচেটিয়া রাজত্ব করা সেই দাপুটে সিরিয়াল বড়পর্দায় আসার কথা রণবীর সিংয়ের  হাত ধরে। ২০২৫ সালের মাঝামাঝি সময় থেকে ‘শক্তিমান’-এর শুটিং শুরুর পরিকল্পনাও ছিল। তবে তার আগেই রুখে দাঁড়ালেন মুকেশ খান্না । রণবীর সিংকে তিন ঘণ্টা নিজের অফিসে বসিয়ে রেখেও ছাড়পত্র দিলেন না প্রবীণ অভিনেতা! তাহলে কি বিশ বাঁও জলে ‘শক্তিমান’ সিনেমা?মুকেশের মন্তব্য, “আমি তো জোর করে ওঁকে অপেক্ষা করাইনি। ওঁর ইচ্ছে হয়েছে, তাই তিন ঘণ্টা ধরে আমার অফিসে বসেছিলেন। রণবীর সিং আমার অফিসে আসেন। আমরা একে-অপরের সঙ্গ উপভোগ করি। ও নিঃসন্দেহে দারুণ একজন অভিনেতা। অসম্ভব এনার্জি রণবীরের মধ্যে। তবে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি কে শক্তিমান-এর চরিত্রে অভিনয় করবেন। প্রযোজকরা অভিনেতাদের নির্বাচন করেন। সেটাই পদ্ধতি। একজন অভিনেতা কখনও প্রযোজককে বেছে নেন না। এখন আমার অফিসে যে কেউ এসে যদি বলেন, তিনি শক্তিমান হতে চান, আমি কখনোই অনুমতি দেব না।”পর্দার ‘শক্তিমান’ মুকেশ খান্নার কথায়, “শক্তিমান-এর চরিত্রে অভিনয় কররা জন্য যে বড় কোনও তারকাকেই কাস্ট করতে হবে, এমন নয়। আসলে এই চরিত্রের জন্য যথাযথ মুখের গড়ন প্রয়োজন। আমাকে বলুন, অক্ষয় কুমারকে কেন পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে মানায়নি? পরচুলা পরে, নকল গোফ-দাড়ি পরেছিলেন বলেই দর্শক অক্ষয়কে পৃথ্বীরাজের ভূমিকায় নিতে পারেনি।” এরপরই জল্পনা শুরু হয়, তাহলে শক্তিমান-এর চরিত্রে বড়পর্দায় নিজেকেই দেখতে চাইছেন মুকেশ খান্না? প্রশ্ন উঠতেই ফের মাঠে প্রবীণ অভিনেতা।

TOP RELATED