Last Update
খড়গপুরে শ্যুটআউট! নিশানায় ব্যবসায়ী, চলল ৯ রাউন্ড গুলি!
এক্সপ্রেস কলকাতা ডেস্ক: ফের শ্যুটআউট! নিশানায় এবার ব্যবসায়ী। খড়গপুরে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর ৯ রাউন্ড গুলি দুষ্কৃতীদের। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে খড়গপুরে। গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনার নেপথ্য কে বা কারা তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, গুলিবিদ্ধ ব্যক্তির নাম নারায়ণ রাও। বাড়ি খড়গপুর শহরের সাউথ সাইড এলাকায়। নারায়ণ খড়গপুর শহরের ৩২ নম্বর ওয়ার্ডের আইমা এলাকায় রেলের ওয়াগন শপ চালান। অভিযোগ, বিকেলে যখন দোকান থেকে বেরোচ্ছিল, তখন ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে ৯ রাউন্ড গুলি চালায় ২ দৃষ্কৃতী। চারটি গুলি তাঁর পায়ে লেগেছে। জানা গিয়েছে, দুজন যুবক বাইকে করে এসে নেমেই কোনও কথা না বলে ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়।
গুরুতর আহত অবস্থায় নারায়ণকে প্রথমে নিয়ে যাওয়া হয় খড়গপুর হাসপাতালে। সেখানে তাঁকে পাঠিয়ে দেওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কিন্তু কেন এই হামলা? তা স্পষ্ট নয় এখনও। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ।
TOP RELATED