Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

সোনাক্ষী সিনহার রিসেপশন লুকে মন্ত্রমুগ্ধ নেটপাড়া

সোনাক্ষী সিনহার রিসেপশন লুকে মন্ত্রমুগ্ধ নেটপাড়া

Published on: Published on 2024-06-24 08:34 AM

Share on:

আইনি বিয়ে মিটেছে সকালে। সন্ধ্যেয় অন্য লুকে ধরা দিলেন সোনাক্ষী সিনহা। হাতে আলতা, সিঁথি রাঙিয়েছেন সিঁদুরে।শিল্পা শেট্টির বিলাসবহুল হোটেল বাস্তিয়ানে আয়োজিত গ্র্যান্ড রিসেপশনে সোনাক্ষীর পরনে টুকটুকে লাল শাড়ি, হাতে চূড়া। সঙ্গে পান্নার গয়না। স্বামী জাহির ইকবাল বেছে নিয়েছিলেন সাদা শেরওয়ানি স্যুট।বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনদের সঙ্গে খোশমেজাজে ধরা দিলেন নবদম্পতি। ভেসে গেলেন শুভেচ্ছার জোয়ারে।স্বরা ভাস্করের মতোই ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’-এ চার হাত এক হয়েছে সোনাক্ষী সিনহার। সোনাক্ষী-জাহিরের বিয়ে নিয়ে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে। রবিবার সকাল থেকেই অনুষ্ঠানের ছবি-ভিডিও একের পর এক প্রকাশ্যে আসছে।রেজিস্ট্রি বিয়ের ছবি শেয়ার করে এদিন সোনাক্ষী লিখেছিলেন, “২০১৭ সালের জুন মাসের ঠিক ২৩ তারিখেই আমরা একে-অপরের চোখে ভালোবাসা দেখে আগলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। বহু ঘাত-প্রতিঘাত পেরিয়ে সেই ভালোবাসাই আজ আমাদের এখানে নিয়ে এল। ঈশ্বর আর দুই পরিবারের আশীর্বাদ সাক্ষী রইল এই মুহুর্তের। আমরা এখন নবদম্পতি। এখন থেকে অনন্তকাল পর্যন্ত আমি তোমারই।….”

TOP RELATED