Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

মা পুনমের বিতর্কিত কথায় স্বামী জাহিরের হয়ে জবাব সোনাক্ষীর

মা পুনমের বিতর্কিত কথায় স্বামী জাহিরের হয়ে জবাব সোনাক্ষীর

Published on: Published on 2024-11-28 06:56 PM

Share on:

চলতি বছর ২৩ জুন আইনি মতে বিয়ে সেরেছেন। সোনাক্ষী-জাহিরের ভিনধর্মী বিয়ে পরবর্তী একমাস জুড়ে চর্চার শিরোনামে বিরাজ করেছে। মুসলিম পরিবারে বিয়ে করায় সোনাক্ষী সিনহাও নেটপাড়ার রোষানলে পড়েছিলেন। তবে নিন্দুক, নেটপাড়ার নীতিপুলিশদের বুড়ো আঙুল দেখিয়ে ‘মিঞা-বিবি’ দিব্যি সুখের ঘরকন্না পেতেছেন। তাঁদের সোশাল মিডিয়ায় উঁকি দিলেই যখন সংসার সুখের ঝলক মেলে, এর মাঝেই সোনাক্ষীর মা জামাই জাহিরকে নিয়ে বেফাঁস মন্তব্য করে ফেললেন।একটা সময়ে শোনা গিয়েছিল, সোনাক্ষীর পাত্র হিসেবে জাহিরকে নাকি পছন্দ নয় শত্রুঘ্ন সিনহার। এমনকী অভিনেত্রীর বিয়েতে দুই ভাই লব-কুশের অনুপস্থিতি নিয়েও কম কথা হয়নি। গুঞ্জন, বোনজামাই হিসেবে জাহিরকে একেবারে নাপসন্দ তাঁদের। তবে এসবে আটকায়নি সোনাক্ষীর বিয়ে। পরে অবশ্য বাবা শত্রুঘ্ন নিজে বলেছেন, সোনাক্ষী-জাহির একেবারে রাজযোটক। এবার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল’ শোয়ে উপস্থিত হয়ে মেয়ে-জামাইকে নিয়ে মুখ খুললেন পুনম সিনহা। সোনাক্ষীর মাকে সেখানেই বলতে শোনা যায়, “আমার মা বলেছিলেন, যে তোমাকে বেশি ভালোবাসে তাঁকেই বিয়েটা কোরো। সেই আদেশ আমি পালন করেছি। শত্রুঘ্নর সঙ্গে বিয়েও হয়েছে। কিন্তু আমার মেয়ে কী করল? ও এমন একটা ছেলের সঙ্গে বিয়ে করল যাঁকে ও বেশি ভালোবাসে।…” মায়ের মুখে বিতর্কিত কথা শুনে অবশ্য চুপ থাকেননি সোনাক্ষী সিনহা। হাসিমুখেই স্বামী জাহির ইকবালের হয়ে ব্যাটিং চালিয়ে গিয়েছেন। তৎক্ষণাৎ সোনাক্ষী বলেন, “এই কথাগুলো খানিক বিতর্কিত। জাহির মনে করে, ও আমাকে বেশি ভালোবাসে, আর আমি আমার মনে হয় আমি ওকে বেশি ভালোবাসি। এবার এই মামলার নিষ্পত্তি কে করবে?”‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল’ শোয়ের সেই পর্বে অবশ্য শত্রুঘ্ন সিনহা, পুনম সিনহা এবং মেয়ে-জামাই সোনাক্ষী-জাহির দুজনেই হাজির ছিলেন। পারিবারিক এহেন কথোপকথন খোলা মঞ্চে বলায়, নেটপাড়ার একাংশ আবার অভিনেত্রীর মাকে কাঠগড়ায় তুলেছেন। কারও মন্তব্য, ‘উফফ! অস্বস্তিকর পরিস্থিতি জামাইটার (জাহির ইকবাল ) জন্যে।’ কেউ বলছেন, ‘গোটা পর্বটাই অস্বস্তিকর।’ কেউ বা আবার সোনাক্ষীর পিঠ চাপড়ে বলছেন, ‘খুব ভালো সামাল দিয়েছেন উনি।’

TOP RELATED