Last Update
‘মুখ্যমন্ত্রী হয়ে যান’, সোনু সুদকে নেতাদের অনুরোধ
বলিউডে পা রেখেছিলেন নায়ক হতে, কিন্তু প্রথম দিকে নায়কের বদলে সোনু সুদ ভিলেন হয়ে বলিউডকে চমকে দিলেন। উঁচু লম্বা চেহারা, ব্যারিটন ভয়েজে সোনু পর্দায় এসে দাঁড়ালেই ভিলেন হয়েও মন জয় করে নিতেন। সেই সোনুই করোনা আবহে ভিলেন থেকে হয়ে উঠলেন বাস্তবের নায়ক। সিনেমার তারকা থেকে হয়ে উঠলেন সাধারণ মানুষের মসিহা। জনসাধারণের মধ্যে সোনুর তুমুল জনপ্রিয়তাকে ক্য়াশ করতেই এবার সোনুর হয়ে মাঠে নেমেছেন দেশের অন্যতম প্রভাবশালী নেতারা। জল্পনায় শোনা গিয়েছিল সোনু সুদ নাকি রাজনীতিতে আসছেন। এমনকী, শোনা গিয়েছিল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ারও অফার পেয়েছিলেন সোনু!সম্প্রতি এই জল্পনা নিয়ে মুখ খুললেন সোনু। তাঁর নতুন ছবি ‘ফতেহ’ প্রচারে এক সংবাদমাধ্যমকে সোনু জানালেন, ”আমাকে এমনকি মুখ্যমন্ত্রীর পদের প্রস্তাবও দেওয়া হয়েছিল। আমি সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় উপমুখ্যমন্ত্রী হতে বলা হয়। দেশের অন্যতম প্রভাবশালীরা চেষ্টা করেছিলেন। তোমাকে নির্বাচনে লড়তে হবে না। শুধু রাজনীতিতে যোগ দাও আর আমার সঙ্গে থাকো।”দুবছর আগে খবরে আসে আমআদমি পার্টিতে নাকি যোগ দিচ্ছেন সোনু সুদ। তবে এই নিয়ে কোনওরকম মন্তব্য করতে চাননি সোনু। তবে মনে করা হচ্ছে, AAP-এর সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই সোনুকে ফাঁসানোর চেষ্টা চলছে। এর আগে অভিনেতার বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ এনেছিল বৃহণ্মুম্বই পুরনিগম । তবে সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে সোনু সুদ জানান, ‘রাজনীতিতে যোগ দিতে আমার কোনও আগ্রহ নেই। আমি দু’ বার রাজ্যসভার আসনের প্রস্তাব ফিরিয়েছি। আমি এখন যেমন আছি, তা নিয়েই খুশি আছি।’
TOP RELATED