Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

সোনুর কাণ্ড দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না অনেকে

সোনুর কাণ্ড দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না অনেকে

Published on: Published on 2024-07-05 05:41 PM

Share on:

তিনিসোনু সুদ। বলিউড তথা দক্ষিণী ছবিতে সকলের নজর কেড়েছেন তিনি। মূলত তিনি খলনায়ক। পর্দায় দাপটের সঙ্গে যিনি এই চরিত্রকে ফুটিয়ে তুলে থাকেন, বাস্তাবের মাটিতে সেই সোনু সুদই ভগবান। পর্দার শয়তান আজ বহু মানুষের ঘরে ঘরে পূজিত হন। ২০২০, সোনু সুদের জীবনের গ্রাফটা এক পলকে পাল্টে যায়। একটা সময় মানুষ বিপদে পড়লে ভগবানকে না ডেকে সোনু সুদের দরজায় কড়া নাড়তেন।


কারণ তাঁকে ডাকলে যে সত্যি পাওয়া যায় ততদিনে তা প্রমাণ হয়ে গিয়েছে। করোনা, অতিমারী, যা গোটা বিশ্বকে ঘরবন্দি করে তুলেছিল, হাজার হাজার মানুষ পথেই ছিলেন আটকে, পরিবারের কাছে পৌঁছতে পারছিলেন না, সাহায্যের হাত বাড়াতে চেয়েও অনেকেই পৌঁছতে পারছিলেন না সাধারণ মানুষের কাছে, সেই সকল পরিযায়ী শ্রমিক, সাধারণের পাশে ঠিক তখনই ভগবানের মতো দাঁড়িয়েছিলেন সোনু।


না, কেবল রাস্তায় আটকে থাকা মানুষকে বাড়ি ফেরানোই নয়, কারও জন্য ওষুধের ব্যবস্থা করা, কারও জন্য অক্সিজেনের ব্যবস্থা করা, কেউ আবার চাকরি হারিয়ে পথে বসেছেন, তাঁদের পাশে দাঁড়িয়েছেন তিনি। কিনে দিয়েছেন সেলাই মেশিন, মানুষের রুজি রুটির ব্যবস্থা করেছেন। না, এক কিংবা দুইদিন নয়, দিনের পর দিন এভাবেই সকলের পাশে থেকেছেন তিনি। আর তবে থেকেই পাল্টে গিয়েছেন তাঁর সংজ্ঞা। হয়ে উঠেছেন রিয়েল হিরো।


করোনা চলে গেলেও, মানুষ স্বাভাবিক জীবনে ফিরে এলেও তাঁর সাহায্য বন্ধ হয়নি। আজও তাঁকে ডাকলেই পাওয়া যায়। এবার তিনি পৌঁছে গেলেন মুম্বইয়ের এক মহিলার স্পাইস হোলেটে। রাস্তার ধারে ঝুপড়ি, সেখানেই হাজির সোনু। সেখানে আমিষ নিরামিষ দুই খাবারই পাওয়া যায়। সেই ভাতের হোলেটে খেলেও সোনু। ৮০ টাকায় নিরামিষ ভাত, আর ১২০ টাকায় আমিষ ভাত পাওয়া যায়। সোনু সুদ নিরামিষ খাবার খান। তাই বললেন, তিনি ৮০ টাকার ক্রেতা। হাসতে হাসতে মহিলা জানালেন তাঁর জন্য খাবার বিনামূল্যে। ভিডিয়ো ভাইরাল হতেই আবারও নেটদুনিয়ায় সাধু-সাধু।

TOP RELATED