Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

প্রসেনজিৎ-ঋতুপর্ণার সিনেমার গানে মালাবদল শোভন-সোহিনীর

প্রসেনজিৎ-ঋতুপর্ণার সিনেমার গানে মালাবদল শোভন-সোহিনীর

Published on: Published on 2024-07-16 11:57 AM

Share on:

সজনী গো সেই তো এলাম, তোমায় পেতে হাজির হওলাম...।’ আজ থেকে প্রায় ২৪ বছর আগের সেই সুপারহিট সিনেমা। প্রসেনজিৎ-ঋতুপর্ণা অভিনীত শ্বশুরবাড়ি জিন্দাবাদের সেই গান আজও রীতিমতো ভাইরাল। বহু বিয়েবাড়ি মাতিয়ে তোলে এই গান। ব্যতিরক্রম হল না সোহিনী-শোভনের বিয়েও। চোখ তুলে দেখো না কে এসেছে-র তালেই হল মালাবদল-শুভদৃষ্টি। আর নবদম্পতির সেই নাচও যেন হল এক মুহূর্তে ভাইরাল।


বাইরে দিনভর ঝিরঝিরে বৃষ্টি। চারিদিকে নানা গুঞ্জন চলছিলই। সত্যিই কি বিয়ে হচ্ছে শোভন-সোহিনীর? সন্ধে গড়াতেই অভিনেত্রী নিজেই ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন নানা মুহূর্তের ছবি। তাও একেবারে বিয়ের মণ্ডপ থেকে। মালাবদল-শুভদৃষ্টি কী নেই সেখানে। সঙ্গে একমুঠো আষ্টেপৃষ্টে ভালোবাসায় মোড়া নতুন ঘর বাঁধার স্বপ্ন।


ওয়াইন রঙের রুপোলি জরির কাজ করা বেনারসি, খোঁপায় জুঁইয়ের মালা, কপালে আঁকা চনন্দের কল্কা, আর গায়ে ভরা গয়না, সাবেকি সাজে অনবদ্য রূপ সোহিনীর। বাদ যাননি জামাইরাজাও। সাদা সিল্কের উপর লাল এমব্রয়ডারি কাজ করা পাঞ্জাবি-ধুতিতে এদিন দেখা দিয়েছে তাঁকে। সোহিনীর-শোভনের দু’চোখ বলে দিচ্ছে দীর্ঘদিনের স্বপ্নপূরণ। একগাল হাসিতে স্ত্রীকে আগলে ভালোবাসার চুম্বন আঁকলেন গায়ক। আর চারিদিকে তখন হইহই শব্দ। ব্যাকগ্রাউন্ডে চলছে সেই রোম্যান্টিক গান শ্বশুরবাড়ি জিন্দাবাদ। গলায় মালা দিতেই এই গান বেজে উঠতে বর-কনেও অবাক।


দক্ষিণ ২৪ পরগনার এক রাজবাড়িতে বিয়ের আসর বসেছিল তাঁদের। সেখানেই ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও কাছের মানুষদের নিয়ে জমে উঠেছিল বিয়েবাড়ি। এদিন আইনি মতে বিয়ে সারেন তাঁরা। সোহিনী বিয়ের বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করে লিখেছেন, ‘দেখা হওয়ার এক বছরে একই সাথে একই ঘরে।’


অভিনেত্রীর পোস্টে মুহূর্তে ভালোবাসায় ভরিয়ে দেন সকলে। ইন্ডাস্ট্রির সকলে যেমন শুভেচ্ছা জানাতে থাকেন, তেমনই অনুরাগীরাও ভরিয়ে দেন মন ছোঁয়া অনুভূতিতে। এরই মঝে অবশ্য কেউ কেউ দুঃখ করে লেখেন, ‘ইশ! সোহিনী তুনি আমার ক্রাশ ছিলে, বিয়ে করে নিলে!’

বছরখানেক আগে একটি অনুষ্ঠানে তাঁদের প্রেমের শুরু বলে জানা যায়। তবে প্রেম থেকে বিয়ে সবটা নিয়েই একেবারে স্পিকটি নট ছিলেন নবদম্পতি। তাঁদের ঘনিষ্ঠ মহল ছাড়া এবিষয়ে কেউই কিছু জানতে পারেননি। তাই খুব কাছের মানুষদের নিয়েই একেবারে অন্যরকমভাবে বিয়ে সারলেন বহুচর্চিত এই দম্পতি। বাঙালিয়ানা সাজ ও আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন গায়ক-নায়িকা।

TOP RELATED