Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

নববর্ষের ভূরিভোজে সামিল হল স্কুল, মিড ডে মিলে থাকছে ফ্রায়েড রাইস, কষা মাংস

নববর্ষের ভূরিভোজে সামিল হল স্কুল, মিড ডে মিলে থাকছে ফ্রায়েড রাইস, কষা মাংস

Published on: Published on 2024-04-14 09:00 PM

Share on:

এক্সপ্রেস কলকাতা ডেস্ক: বাঙালির বারো মাসে তেরো পার্বণের শুরু হয় বাংলা নববর্ষের হাত ধরেই। আবার এবারই প্রথম পয়লা বৈশাখ দিনটিকে ‘রাজ্য দিবস’ হিসাবে পালন করা হবে। যা দিনটির গুরুত্বও অনেকাংশেই বাড়িয়ে দিয়েছে।  সব মিলিয়ে দিনটিকে পড়ুয়াদের কাছে স্মরণীয় করে তুলতে স্কুলগুলিকে উৎসাহিত করছে স্কুল শিক্ষা দপ্তর। বাংলা বছরের প্রথম দিন রবিবার, স্কুল ছুটি। তাই পরের দিন, সোমবার পড়ুয়াদের জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে স্কুলে স্কুলে।


এ প্রসঙ্গে বলা হয়েছে, বাংলা নববর্ষ উপলক্ষে ১৫ এপ্রিল মিড-ডে মিলে বিশেষ মেনু পরিবেশন করতে। স্পেশাল মেনু বলতে প্রতিদিনের রুটিন মেনুর ব্যতীত কিছু। স্পেশাল মেনুতে কী হবে, সেটা স্কুল কর্তৃপক্ষ নিজেদের সুবিধা মতো ঠিক করবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে রাজ্যের মিড-ডে মিল তথা পিএম পোষণ প্রকল্পের অধিকর্তা পারমিতা রায় বলেন, “রোজকার বাঁধাধরা মেনুর বাইরে গিয়ে কোনও স্কুল যদি নববর্ষ উপলক্ষে বাচ্চাদের বিশেষ কিছু খাওয়ায়, আমরা তাতে উৎসাহ দিচ্ছি । বিষয়টা স্কুলের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে । যে স্কুল যেভাবে করতে পারবে।”

জেলার বহু স্কুল সূত্রে খবর, কলকাতার সরকারি স্কুলগুলিতে মিড ডে মিলে দেওয়া হতে পারে ফ্রায়েড রাইস ও মাংস কষা। কোথাও দেওয়া হবে মাংস ভাত। কোথাও পোলাও। শেষে পায়েস বা মিষ্টি। কোনও কোনও মহল থেকে জানা যাচ্ছে সোমবার ওই ধরনের মেনু করে কীরকম সাড়া পাওয়া যাচ্ছে শিক্ষা দফতর তার উপরে ভিত্তি করেই বছরের অন্যন্যা বিশেষ দিনগুলিতে বিশেষ মেনুর কথা ভাবা হবে। জানা যাচ্ছে সোমবার মিড ডে মিলের মেনুতে কী থাকল তার ছবি তুলে শিক্ষা দফতরে পাঠিয়ে দিতে হবে।

স্কুল শিক্ষা দফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “এই ধরনের খাবার ছাত্র-ছাত্রীদের দিতে পারলে আমরা সকলে খুশি হই । পাশাপাশি বিদ্যালয়ে দশম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদেরও মিড-ডে মিলের আওতায় আনা হোক । একই বিদ্যালয়ে কেউ খাবার পাবে, কেউ পাবে না এই বৈষম্য আমাদের অত্যন্ত অমানবিক বলে মনে হয়।”

TOP RELATED