Last Update
হঠাৎ সংজ্ঞা হারালেন ‘কালীঘাটের কাকু’
সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’ গুরুতর অসুস্থ। প্রেসিডেন্সি জেল থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। জেল সূত্রে খবর, সোমবার সকালে হঠাৎ সংজ্ঞা হারান তিনি। হৃদ্যন্ত্রের সমস্যায় ভুগছিলেন ‘কাকু’। সেই সংক্রান্ত অসুস্থতা থেকেই সংজ্ঞা হারান বলে মনে করা হচ্ছে।নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত ‘কাকু’। প্রাথমিকে এই সংক্রান্ত ইডির মামলায় চার্জ গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার সেই মামলার শুনানিও রয়েছে বিচারভবনে। এই মামলায় সোমবারই নির্দেশ দেবেন বিচারক। কিন্তু তার আগে জেলে ‘কাকু’ অসুস্থ হয়ে পড়লেন।
নিয়োগ মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন ‘কাকু’। সেই মামলায় কিছু দিন আগে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে। কিন্তু সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর ‘কাকু’ আবার প্রেসিডেন্সি জেলে ফিরে গিয়েছিলেন।
দীর্ঘ দিন ধরেই অসুস্থ ‘কাকু’। জেল হেফাজতেই তাঁর চিকিৎসা চলছিল। জেলের হাসপাতালে ছিলেন দীর্ঘ দিন। অসুস্থতার কারণে একাধিক বার আদালতের নির্দেশ সত্ত্বেও তিনি সশরীরে হাজিরা দিতে পারেননি। এর ফলে তাঁর সিবিআই হেফাজতও পিছিয়ে গিয়েছিল বার বার। পরে চার্জ গঠনের সময়ে তিনি আদালতে সশরীরে হাজিরা দিয়েছেন। কিন্তু আবার অসুস্থ হয়ে পড়েছেন ‘কাকু’।
TOP RELATED