Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

এবার শুভেন্দু ‘ঘনিষ্ঠ’ অর্জুনকে সতর্ক করলেন সুকান্ত!

এবার শুভেন্দু ‘ঘনিষ্ঠ’ অর্জুনকে সতর্ক করলেন সুকান্ত!

Published on: Published on 2024-07-19 08:49 AM

Share on:

বঙ্গ বিজেপিতে কোন্দল চরমে উঠল। লোকসভা থেকে সদ‌্য চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ব‌্যর্থ দল। তারপরই দলের মধ্যে বিদ্রোহের আগুন ও ক্ষোভ বিক্ষোভ চরমে উঠেছে। প্রকাশ্যেই দুর্বল সংগঠন ও শীর্ষ নেতৃত্বের যোগ‌্যতা নিয়ে মুখ খুলছেন বিজেপির একাধিক নেতারা। প্রাক্তন সাংসদ অর্জুন সিং থেকে সাংসদ সৌমিত্র ধাঁ প্রকাশ্যে রাজ‌্য নেতাদের বিরুদ্ধে সরব হয়েছেন। সাংগঠনিকস্তরে বদলের দাবিও তুলেছেন তারা। এবার শুভেন্দু ‘ঘনিষ্ঠ’ বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে সতর্ক করলেন বিজেপির রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদার।

বুধবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির রাজ‌্য কর্মসমিতির বৈঠক ছিল। সেখানে প্রকাশ্যেই দলের সাংগঠনিক দুর্বলতাকে নিশানা করে অর্জুন সিং বলেছিলেন, ‘‘বাংলায় ভোট করাতে হয়। ভোট করাতে গেলে শক্তিশালী সংগঠন দরকার। ঘরে বসে আলোচনা করলে হবে না। মাঠে-ময়দানে তা বাস্তবায়িত করতে হবে।’’ নিচুতলায় সংগঠন ‘জিরো’ বলেও মন্তব‌্য করেছিলেন প্রাক্তন সাংসদ। রাজ‌্য বিজেপির সংগঠনের দায়িত্বে থাকা নেতাদের দিকেই যে অর্জুনের নিশানা ছিল তা বলার অপেক্ষা রাখে না।
অর্জুনের এই মন্তব‌্য নিয়ে সুকান্ত মজুমদার বৃহস্পতিবার বলেন, ‘‘এসব কথা দলের ভিতরে বলা উচিত। সংবাদমাধ‌্যমের সামনে বলা উচিত নয়। কোথাও সংগঠন জিরো হলে সেখানে উঁচু থেকে নিচুতলার সকলকেই দায়িত্ব নিতে হবে। দায়িত্ব আমাদের সকলের। কারও কিছু বলার থাকলে দলের সর্বভারতীয় সভাপতি নাড্ডাজিকে বলুন, সাধারণ সম্পাদক সংগঠন সন্তোষজিকে বলুন। বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব‌্যরা আছেন, তাদের বলুন।’’ বিজেপি নেতা-কর্মীদের ডেডিকেশনের অভাব রয়েছে বলেও মন্তব‌্য করেছিলেন অর্জুন সিং। পাল্টা সুকান্তর কথায়, ‘‘আমার সকল কার্যকর্তা ও কর্মীদের সকলেরই দলের প্রতি ডেডিকেশন রয়েছে। সকলেই লড়াই-পরিশ্রম করছেন।’’অর্জুনকে এদিন সুকান্তর সতর্ক করা নিয়ে প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রসিকতার সুরে কটাক্ষ করে বলেন, ‘‘মনে হয় সুকান্ত অর্জুনকে দূর থেকে সতর্ক করছেন। আগামী দু-তিন মাস বিজেপির রাজ‌্য সভাপতি বারাকপুরে পা রাখবেন না। অন‌্য কোথাও যেতে হলেও বারাকপুর এড়িয়ে ঘুরপথে যাবেন।’’ এদিকে, অর্জুন প্রসঙ্গে সুকান্ত এদিন সতর্ক করলেও পরোক্ষে দলের বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকেও তিনি সতর্ক করেছেন বলে মনে করা হচ্ছে।

TOP RELATED