Last Update
আর জি কর কাণ্ডে বিরাট পদক্ষেপ সুপ্রিম কোর্টের,
আর জি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। গত শুক্রবার রাতে আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। জাতি, ধর্ম নির্বিশেষে সকলের একটাই দাবি 'বিচার চাই'।
আর জি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের
নির্যাতিতা মৃতা চিকিৎসকের বাবা-মা হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে চলছে মামলা। ইতিমধ্যেই ঘটনার তদন্তভার গিয়েছে সিবিআই এর হাতে। আর এবার এই আর জি কর কাণ্ড নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার শীর্ষ আদালতে এ নিয়ে শুনানি রয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চ মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, স্বতঃপ্রণোদিত ভাবে এই মামলায় হস্তক্ষেপ করছে সুপ্রিম কোর্ট।
কলকাতার আর জি কর হাসপাতালে ৩১ বছর বয়সি ডাক্তারি পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তাল দেশ। গত ৮ আগস্ট, মারা যাওয়ার দিন নাইট শিফটে ছিলেন তরুণী চিকিৎসক। হাসপাতালের সেমিনার হল থেকে তাঁর দেহ যখন উদ্ধার করা হয়েছিল, তখন পরনের পোশাক অবিন্যস্ত অবস্থায় ছিল। সেমিনার হলে ছিল না কোনো সিসিটিভি ক্যামেরা। তরুণী চিকিৎসকের দুই চোখ, মুখ দিয়ে রক্তক্ষরণ হয়েছিল। যৌনাঙ্গে ও গলায় ছিল ক্ষত। আঘাতের চিহ্ন ছিল মুখে, পায়ে, নখে, পেটে, হাতে, ঠোঁটে।
ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, শ্বাসরোধ করে খুন করা হয়েছিল তরুণী চিকিৎসককে। ইতিমধ্যেই এই ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আরও কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল কিনা সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
আর জি করে ডাক্তারের রহস্যমৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। ওদিকে দফায় দফায় মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুন্দীপ ঘোষকে জেরা করছে সিবিআই। শুক্র ও শনিবার ম্যারাথন জেরার পরও এদিনও সিজিওতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দীপকে।
TOP RELATED