Last Update
‘আমরা বিদ্যুৎ না পাঠালে অন্ধকার হয়ে যাবে বাংলাদেশ’ : শুভেন্দু
ক্রমেই বাংলাদেশের পরিস্থিতির অবনতি হচ্ছে। হিন্দুদের উপর আক্রমণ নেমে আসার ঘটনাও সামনে আসছে। বাংলাদেশ ইস্যুতে আরও সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। “আমরা বাংলাদেশের উপর নির্ভর করি না। বাংলাদেশ আমাদের উপর নির্ভর করে।” ফের নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা। চিনের সঙ্গে সামরিক শক্তিতে পাল্লা দেওয়ার ক্ষমতা ভারতের আছে। সেই কথাও মনে করালেন তিনি।বাংলাদেশে ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আপাতত জেলবন্দি। একাধিক অভিযোগ দায়ের হয়েছে তাঁর নামে। শুভেন্দু অধিকারী ফের চিন্ময় প্রভুর মুক্তির জন্য সরব হলেন এপারের সীমান্ত এলাকা থেকে। আজ মঙ্গলবার শুভেন্দু অধিকারী উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙা সীমান্তে বিক্ষোভ কর্মসূচি করেন। সনাতনী হিন্দুদের সংগঠনের তরফ থেকে জমায়েত ছিল। সেখানেই বাংলাদেশ ইস্যুতে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি।”বাংলাদেশের পরিস্থিতি ক্রমেই উত্তাল হচ্ছে। বাংলাদেশের একাধিক জায়গা থেকে আগে ভারত সম্পর্কে বিদ্বেষমূলক কথা বলা হচ্ছিল। এখন ওই দেশের নেতাদের একটা অংশ ভারত সম্পর্কে প্রবল আক্রমণাত্মক বার্তা দিচ্ছেন। তার প্রেক্ষিতে এবার শুভেন্দু আরও সুর চড়িয়েছেন। এদিন শুভেন্দু অধিকারী বলেন, “আমরা ৯৭ টি পণ্য না পাঠালে তোদের ভাত-কাপড় জুটবে না। ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফরাক্কা দিয়ে না পাঠালে ৮০ ভাগ গ্রামে আলো জ্বলবে না।” আবারও যুদ্ধবিমান পাঠানোর হুমকি দিলেন তিনি। “হাসিমারায় ৪০ টি যুদ্ধবিমান রাখা আছে। দুটো বিমান পাঠিয়ে দিলেই কাজ হয়ে যাবে।” ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ১৭ হাজার ভারতীয় সেনা শহিদ হয়েছিলেন। এদিন সেই কথাও মনে করিয়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা।এর আগে বনগাঁর পেট্রাপোল সীমান্তে কর্মসূচি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। পণ্য পরিষেবার গাড়ি আটকানো ও রাস্তা অবরোধের চেষ্টা হয়েছিল সেই সময়। গত সপ্তাহে কলকাতার রানি রাসমণি রোডের মঞ্চ থেকে ঘোজাডাঙা কর্মসূচির কথা জানিয়েছিলেন তিনি। এদিন সকাল থেকেই ঘোজাডাঙা সীমান্ত এলাকায় নিরাপত্তার কড়াকড়ি ছিল প্রশাসনের।
TOP RELATED