Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

‘হিরণের পাল্লায় পড়ে তোমাকে তো কাউন্সিলরে নামিয়ে দিচ্ছে’, শুভেন্দুর পোস্টের জবাবে কটাক্ষ দেবের!

‘হিরণের পাল্লায় পড়ে তোমাকে তো কাউন্সিলরে নামিয়ে দিচ্ছে’, শুভেন্দুর পোস্টের জবাবে কটাক্ষ দেবের!

Published on: Published on 2024-05-23 09:35 PM

Share on:

এক্সপ্রেস কলকাতা ডেস্ক: নির্বাচন যত এগিয়ে আসছে, ততই চড়ছে ঘাটাল লোকসভা কেন্দ্রের রাজনৈতিক পারদ। ভোটের ৪৮ ঘণ্টা আগে ঘাটালে গরু চুরি নিয়ে ফের লড়াইয়ে নামল বিজেপি-তৃণমূল। এবার তরজায় নামলেন দুই অভিনেতা প্রার্থী - দেব এবং হিরণ। যদিও শুরুটা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার সকালে তাঁর একটি সোশাল মিডিয়ায় পোস্ট দিয়ে। সেই পোস্টই যেন আরও উস্কে দেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তবে এবার পাল্টা জবাব দিলেন দেব। নিশানা করলেন শুভেন্দুকে। সঙ্গে জুড়ে দিলেন হিরণকেও। ঠিক কী বললেন? জেনে নিন…

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু তিনটি ছবি পোস্ট করেন। তার ক্যাপশন ছিল ‘দেবের কীর্তি’। প্রথমটি একটি ব্যাঙ্কের লেনদেন ছবি। সেখানে দেখা যাচ্ছে, ‘আরণ্যক ট্রেডার্স’ নামে একটি সংস্থার লেজ়ার অ্যাকাউন্ট থেকে ‘ভেনচার্স প্রাইভেট লিমিটেড’ লেখা সংস্থার আইসিআইসিআই ব্যাঙ্কের অ্যাকাউন্টে ২০১৬ সালের ২৪ এবং ২৫ নভেম্বর দুদফায় ২৫ লক্ষ টাকা করে মোট ৫০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। আর একটি ডায়েরির পাতার ছবি পোস্ট করা হয়েছে। যেখানে লেখা রয়েছে, ‘দেব মোবাইল: ৭২ হাজার টাকা’ এবং ‘দেব ঘড়ি: ৪ লক্ষ ৬০ হাজার টাকা’। পাশেই একটি পাতায় ছাপানো অক্ষরে ইংরেজিতে লেখা ‘দেব মোবাইল অ্যান্ড দেব ওয়াচ’। ডায়েরির পাতায় উল্লিখিত পরিমাণ অর্থের উল্লেখ রয়েছে ছাপা অক্ষরের পৃষ্ঠাটিতেও। শুভেন্দু দাবি করেন, যে ডায়েরির পাতা তিনি পোস্ট করেছেন, তা এনামুল হকের। আবার হিরণ দাবি করেছেন, ‘আরণ্যক ট্রেডার্স’ এনামুলেরই সংস্থা। এনামুল গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত। এনামুলের সংস্থা থেকে দেবের সংস্থার অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল বলে দাবি বিজেপি প্রার্থীর।
এই পোস্টের জবাবে কিছুক্ষণ পরেই পাল্টা পোস্ট দেবের। শুভেন্দুর পোস্টটি মেনশন করে একটি পোস্টার পোস্ট করেছেন তিনি। তার উপরে লেখা, ‘পিন্টু মন্ডল নিবেদিত গীত-সঙ্গীত পরিবার’। তাতে বলিউডের অভিনেতা গোবিন্দ, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ অনেকের সঙ্গে হিরণেরও ছবি রয়েছে। সেটি পোস্টের ক্যাপশনে দেব লেখেন, ‘‘ও শুভেন্দুদা, তুমি নাকি কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছ, হিরণের পাল্লায় পড়ে তোমাকে তো কাউন্সিলরে নামিয়ে দিচ্ছে। ভালবাসি বলে বললাম, আমিও জানি তুমি আমাকে ভালবাসো। আর রইল কথা গরু চুরির টাকা, তোমার কোলের ছেলে হিরো হিরণ, সে-ও পিন্টু মন্ডলের থেকে টাকা নিয়েছে, তা হলে উনিও...।’’ এরপর আবারও একটি পৃথক পোস্টে দেব লিখেছেন, ‘‘তা হলে উনিও কি গরু চোর? শুভেচ্ছা দুজনকেই। আর একটা কথা, আমার ভদ্রতা কিন্তু আমার দুর্বলতা নয়।’’
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হিরণ ও শুভেন্দু অধিকারী উভয়কেই ধন্যবাদ জানান ঘাটালের সাংসদ-অভিনেতা দেব। বলেন, “শুভেন্দুদার পোস্টটা দেখে কাকে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। হিরণকে নাকি শুভেন্দুদাকে। আমি হিরণকে দিয়েই শুরু করি। আড়াই বছর ধরে মনের মধ্যে অনেক কথা জমে ছিল। কোনও এজেন্সি নিয়ে যখন তদন্ত হয়, তখন সেই তদন্ত নিয়ে বেশি কথা বলা যায় না। আমি খুব আশ্চর্য হলাম এই যে ইডি-সিবিআই কাছে যে তথ্যপ্রমাণগুলো ছিল, সেটা শুভেন্দু অধিকারীর কাছে কেন এবং কীভাবে এল। এটা শুধুই ইডি বা সিবিআইয়ের কাছে থাকা উচিত। কিংবা হোম মিনিস্ট্রির কাছে থাকা উচিত, বা কোর্টের কাছে থাকা উচিত। এই চারজনের বাইরে আমার মনে হয় এই তথ্য আরও কাছে যাওয়া উচিত নয়। এগুলো খুবই গোপন নথি।”
দেব আরও বলেন, “এর থেকে বোঝা যায়, শুভেন্দু অধিকারীর কাছে সোর্স রয়েছে। তাছাড়া, আমি আগেও বলেছি, যে টাকাটা আমি নিয়েছিলাম, সেটা আমি ফিরিয়েও দিয়েছি। সেই তথ্যও আমি সোশাল মিডিয়ায় আপলোড করব।” কথা রাখলেন দেব। বিকেল হতেই এক্স হ্যান্ডেলে তুলে ধরেছেন ৫০ লক্ষ টাকা ফেরতের হিসেব। নথি বলছে, ২০১৭ সালের ৩ ও ১৩ নভেম্বর, দু-দফায় ৫০ লক্ষ টাকা ফেরত দিয়েছেন তিনি। নথির ছবির সঙ্গে দেব লিখেছেন, “সিনেমা জন্য লগ্নি করেছিলেন। সিনেমা রিলিজের পর ফেরত দিয়ে দেওয়া হয়েছিল…”। ওই পোস্টেই ‘ভুয়ো’ ডিগ্রি প্রসঙ্গে হিরণকে খোঁচা দিয়েছেন দেব। লিখেছেন. “এই যে ডক্টর বাবু, আমার Ledger”।

TOP RELATED