Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

বাংলাদেশ ইস্যুতে ফের সোচ্চার শুভেন্দু

বাংলাদেশ ইস্যুতে ফের সোচ্চার শুভেন্দু

Published on: Published on 2024-12-06 06:58 PM

Share on:

বাংলাদেশের ইস্যু নিয়ে আরও সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। আবার ভারত-বাংলাদেশ সীমান্ত অবরোধের ডাক দিলেন তিনি। এবার উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙা সীমান্তে তিনি কর্মসূচির ডাক দিলেন। এছাড়া আরও একাধিক কর্মসূচির ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে জেলবন্দি রাখা হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি যথেষ্ঠ উদ্বিগ্ন। সেই ইস্যুতে আরও একবার সরব শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার কলকাতার ধর্মতলায় সনাতনীদের সমাবেশ ছিল। হিন্দু নিপীড়নের প্রতিবাদে এই সমাবেশ হয় রানি রাসমণি রোডে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকেও প্রবল আক্রমণ করেন তিনি।এর আগে পেট্রাপোল সীমান্তে জমায়েত করেছিলেন শুভেন্দু অধিকারী। সন্ন্যাসীদের সঙ্গে নিয়ে পেট্রাপোল সীমান্ত অবরোধ করেন। এদিন শুভেন্দু বলেন, “একদিন শুধু পেট্রাপোল বন্ধ করেছিলাম। ৪০ গাড়ি পিঁয়াজ পচে গিয়েছে। একদিনেই হালুয়া টাইট। সাতদিন বন্ধ করলে ইউনুসের চামড়া তুলে নেবে বাংলাদেশের লোক। আর কিছু করতে হবে না।” আরও একবার সীমান্তে প্রতিবাদ কর্মসূচির কথা ঘোষণা করেন তিনি।একাধিক কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। আগামী কাল, শুক্রবার রাজ্যের সর্বত্র শৌর্য দিবস পালন করার কথা জানানো হয়েছে। এছাড়াও শ্যামবাজার থেকে সিঁথির মোড় পর্যন্ত মিছিল করা হবে। মিছিলে রাজ্যের বিরোধী দলনেতা নিজেও উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। আগামী মঙ্গলবার ঘোজাডাঙা সীমান্ত বন্ধের কর্মসূচিও নেওয়া হয়েছে।

TOP RELATED