Last Update
ন্যাশনাল মেডিক্যালে কার্যকরী অধ্যক্ষ নিয়োগ স্বাস্থ্যভবনের
সকালে আর জি কর হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা। বিকেলে কলকাতারই আরেক সরকারি মেডিক্যাল কলেজে একই পদ প্রাপ্তি। তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকাণ্ডের পর হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষকে নিয়ে ব্যাপক টানাপোড়েন হয়েছিল ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। কোনওভাবেই তাঁকে অধ্যক্ষ হিসেবে মেনে নেননি পড়ুয়ারা। হাসপাতালে যোগই দিতে পারেননি সন্দীপ ঘোষ। পরিবর্তে স্বাস্থ্যভবনের ওএসডি পদে থাকা ডাক্তার অজয়কুমার রায়কে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার তাঁর মেয়াদও শেষ। স্বাস্থ্যভবনের তরফে ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ পদে নতুন নাম ঘোষণা করা হল শুক্রবার। হাসপাতালেরই চেস্ট মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার শুভ্র মিত্রকে আপাতত সেই দায়িত্ব দেওয়া হল। স্বাস্থ্যভবনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ডাক্তার শুভ্র মিত্রকে কার্যকরী অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হল। পরবর্তী ঘোষণা পর্যন্ত তিনিই ওই পদে থাকবেন।স্বাস্থ্যভবনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩১ আগস্ট শেষ হচ্ছে ডাক্তার অজয়কুমার রায়ের মেয়াদ। এর পর ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্য়ক্ষের দায়িত্ব কাকে দেওয়া হবে, তা নিয়ে আলোচনা চলছিল। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল এডুকেশন সার্ভিসের সদস্য এবং ন্যাশনাল মেডিক্যালের চেস্ট মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ শুভ্র মিত্রকে সেই পদে আনা হল।তবে পাকাপাকিভাবে নয়, ন্যাশনাল মেডিক্যালের কার্যকরী অধ্যক্ষ হিসেবে শুভ্র মিত্রকে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে স্বাস্থ্যভবনের তরফে নতুন করে কোনও ঘোষণা না হওয়া পর্যন্ত তিনি থাকবেন ওই পদে। তাঁকেই কি স্থায়ী অধ্যক্ষ হিসেবে রাখা হবে নাকি অন্য কারও হাতে সেই দায়িত্ব দেওয়া হবে, তা এখনও অজানা।
TOP RELATED