Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

ট্রোল্ড হতেই স্বস্তিকা বললেন, 'ভালো মায়েরা তো নাইটির উপর...'

ট্রোল্ড হতেই স্বস্তিকা বললেন, 'ভালো মায়েরা তো নাইটির উপর...'

Published on: Published on 2024-06-27 08:39 PM

Share on:

স্বস্তিকা মুখোপাধ্যায় বরাবরই স্পষ্ট উত্তর দিতে পছন্দ করেন। আবার তাঁকে নিয়ে কম বিতর্ক বা ট্রোলিংও হয় না। এই তো কিছুদিন আগে তিনি ইনস্টাগ্রামে একটি সুইমিং স্যুট পরা ছবি পোস্ট করেছিলেন। তারপর তাঁকে বিস্তর কটাক্ষ সহ্য করতে হয়েছিল। এবার সেটা নিয়ে মুখ খুললেন তিনি।


সুইমিং স্যুট পরা নিয়ে কী বললেন স্বস্তিকা?


হইচই প্ল্যাটফর্মে আসছে নতুন সিরিজ বিজয়া। সেখানে মুখ্য ভূমিকায় এবং একজন মায়ের চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। এবার সেই বিষয়ে একটি সাক্ষাৎকারে তিনি ভালো মা কী কী করলে হওয়া যায় সেটা নিয়ে কথা বললেন। আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, 'ভালো মায়েদের চুল বড় হবে, চুল কাটতে পারবে না। ভালো মায়েরা সিগারেট খায় না। মদ খায় না।' একই সঙ্গে কিছুদিন আগে সুইমিং স্যুট পরা নিয়ে যে ট্রোল্ড হয়েছিলেন সেটার জবাবও দেন।


স্বস্তিকা সেই প্রসঙ্গে বলেন, 'ভালো মায়েরা হাতকাটা ব্লাউজ পরে না। সুইমিং কস্টিউম পরে না। জানি না আমি কী করে তারা। নাইটির উপর দুপাট্টা বা গামছা তো ভালো মায়েদের সুইমিং কস্টিউম ডেফিনিটলি হতে পারে না। সমাজে যে কোনটা শালীন আর কোন অশালীন সেটা যে যার যখন যেমন ইচ্ছে হচ্ছে তখন তেমন ভাবে ঠিক করছে।' অভিনেত্রী এদিন একই সঙ্গে বলেন, 'আমার সুইমিং কস্টিউম পরা পোস্ট নিয়ে যা হল... ভালো লাগছে, থাই মোটা, বডি শেমিং হচ্ছে সেসব ছেড়ে দাও। ওসব নিয়ে কথা বলছিই না। খালি মনে হল সাঁতার কাটতে মানুষের কী পরে যাওয়া উচিত?'


বিজয়া প্রসঙ্গে


আগামী ৫ জুলাই থেকে হইচই প্ল্যাটফর্মে দেখা যাবে বিজয়া। এক মায়ের গল্প দেখা যাবে এই সিরিজে। সিরিজটির পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল।


TOP RELATED