Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

টি-টোয়েন্টি থেকে অবসর জাদেজারও

টি-টোয়েন্টি থেকে অবসর জাদেজারও

Published on: Published on 2024-07-01 08:33 AM

Share on:

 টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর বিদায়ের ঢল। গতকালই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা আর বিরাট কোহলি। এবার সরে দাঁড়ালেন রবীন্দ্র জাদেজাও। 
চলতি বিশ্বকাপে সেভাবে সফল হতে পারেননি জাড্ডু। কিন্তু তিনি মাঠে থাকা মানে ফিল্ডিংয়ে রান অবশ্যই বাঁচাবেন। দুরন্ত ক্যাচ নিয়ে মুহূর্তের মধ্যে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। কিন্তু এবার আর টি-টোয়েন্টিতে জাদেজার তলোয়ার চালানো দেখতে পাবেন না ক্রিকেটভক্তরা। বিরাট-রোহিতের অবসর ঘোষণার ধাক্কা কাটতে না কাটতেই চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন ভারতীয় দলের অলরাউন্ডার।সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, “আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিচ্ছি। সকলকে হৃদয় থেকে ধন্যবাদ। আমি সবসময় দেশের হয়ে সবটা দেওয়ার চেষ্টা করেছি। অন্য ফরম্যাটগুলোতেও সেটা করব। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা আমার কাছে স্বপ্ন ছিলও। আমার আন্তর্জাতিক টি-টোয়েন্টির শেষ লক্ষ্য। অসংখ্য স্মৃতি, আনন্দ আর সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ জানাই।”দেশের জার্সিতে তিনি ৭৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। শিকার করেছেন ৫৪টি উইকেটে। তাঁর ব্যাট থেকে এসেছে ৫১৫ রান। তার সঙ্গে অসাধারণ ফিল্ডিং। লোয়ার অর্ডারে নেমে ঝড় তুলতেও জুড়ি মেলা ভার। অবশেষে বিশ্বজয়ের সাফল্য মাথায় নিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টির দুনিয়াকে বিদায় জানালেন তিনি।

TOP RELATED