Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

IPL শুরুর আগে হার্দিক কি ভাবছে?

IPL শুরুর আগে হার্দিক কি ভাবছে?

Published on: Published on 2024-03-18 11:51 PM

Share on:

নানা রং খেলা করছে যেন তাঁর চোখে-মুখে। এত দিন শুধু প্রশংসা কুড়িয়েছেন। এত দিন যাই করেছেন, খুব একটা চাপের মধ্যে পড়তে হয়নি। কিন্তু এ বার কেরিয়ারের সবচেয়ে কঠিন সময়ে পা দিতে চলেছেন হার্দিক । তাঁর প্রতিটা সিদ্ধান্ত মাপবে জনতা, তাঁর প্রতিটা ম্যাচ ফেলা হবে আতসকাচের তলায়, প্রতি মুহূর্তে ভালো-খারাপের জবাবদিহি করতে হবে। এ হেন হার্দিক পান্ডিয়া আইপিএলে নেমে পড়ার আগে নিজে কতটা তৈরি? মানসিক ভাবে কতটা প্রস্তুত চ্যালেঞ্জ সামলানোর জন্য? তাঁর টিমই বা কী ভাবছে? প্রথম বার প্রেস মিটে তুলে ধরলেন সব কিছু। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা সব সময়ই চাপের। আইপিএলে নামার আগে আমরা কতটা তৈরি, কতটা প্রস্তুতি নিয়েছি, তার উপর কিছুই নির্ভর করবে না। চাপ থাকবেই। ফলাফল আমাদের হাতে নেই। তবে একটা কথা দিতে পারি, আমরা এমন ক্রিকেট খেলব, সবাই উপভোগ করবে। সাফল্য পেতে আমি কখনওই খুব বেশি মরিয়া হয়ে উঠি না। ঠিক সে ভাবেই ব্যর্থতার দায়ও নিজের উপর চাপাই না। আমি যা অর্জন করেছি, তা করতে এই মনোভাব আমাকে ভীষণ ভাবে সাহায্য করেছে। সাফল্য পেতে হলে সময় দিতে হয়। এমন নয় যে, মাঠে নামলাম, শাকালাকা বুম বুম নাচলাম আর ট্রফি জিতে গেলাম। বিশ্বকাপে চোট পাওযার পর একটাই প্রশ্ন ছিল আমার সামনে, আধা ফিট হয়ে খেলতে নামব ভারতের হয়ে? আমার উত্তর ছিল না। চোট থেকে বেরিয়ে আসার পর দেখি, আফগানিস্তান সিরিজ শুরু হয়ে গিয়েছে। আইপিএলে আমি অলরাউন্ডার হিসেবেই খেলব। চেষ্টা করব যত বেশি ম্যাচ ফিনিশ করতে পারি। ব্যাটিংয়ের প্রতি আমার ভালোবাসি একটু বেশিই। ফিনিশার হিসেবে নিজেকে দেখতে ভালোই লাগে। তবে আমি অলরাউন্ডার হিসেবে যদি নিজেকে তুলে ধরতে পারি, সেটাতে বেশি তৃপ্তি পাব। এ বারের আইপিএলে যত বেশি পারি ম্যাচ খেলার চেষ্টা করব। দীর্ঘ সময় ধরে মুম্বই ইন্ডিয়ান্সের এক নম্বর বোলার বুমরা। গত বছর ওকে টিম পায়নি। তবে এ বার বুমরাকে পুরো মাত্রায় পাওয়া যাবে। আশা করি ও একই রকম আগুন ঝরাবে। শুধু তাই নয়, বুমরার এত অভিজ্ঞতা, বোলিং ইউনিটকে ওই নেতৃত্ব দেবে। টিমের প্রতি আমার একটা দারুণ অনুভূতি কাজ করে। আজ যেখানে পৌঁছেছি, কখনও সেখানে আসতে পারব, ভাবিনি। ঘরে ফিরতে পেরে ভালো লাগছে। যে টিমের হয়েই খেলি না কেন, সেরাটা দেওয়ার চেষ্টা সব সময় করি। নিজের টিমের প্রতি সৎ থাকাটা জরুরি। আমরা সবাই একটা টিমের হয়ে নামব।

TOP RELATED