Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

একাকী বৃদ্ধার গলায় ছুরি ঠেকিয়ে ব্যাপক লুটপাট!

একাকী বৃদ্ধার গলায় ছুরি ঠেকিয়ে ব্যাপক লুটপাট!

Published on: Published on 2024-07-19 08:57 AM

Share on:

বৃদ্ধার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি! ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়। শুধু লুটপাটই নয়, বৃদ্ধাকে খুনের হুমকিও দেয় দুষ্কৃতীরা। ঘটনার পর প্রতিবেশীদের সাহায্যে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধা। ঘটনাস্থলে পুলিশ গিয়ে সবদিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। তবে দুষ্কৃতীরা এখনও অধরা।

জানা যাচ্ছে, ভাটপাড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের আতপুর নতুন পাড়া এলাকার বাসিন্দা বছর বাষট্টির বৃদ্ধা সর্বাণী ভট্টাচার্য। তাঁর বয়ান অনুযায়ী, বুধবার রাতে নিজের ঘরে একা শুয়েছিলেন। অভিযোগ, গভীর রাতে এক দুষ্কৃতী তাঁর ঘরে ঢুকে গলায় ছুরি ঠেকিয়ে হাতের, কানের গয়না খুলে নেয়। আলমারিতে থাকা ঠাকুরের সোনার গয়নাও নিয়ে চম্পট দেয়। সর্বাণীদেবীর বাড়ির ছাদের দরজা নেই বলে জানা গিয়েছে। অনুমান, সেই সুযোগকে কাজে লাগিয়ে পাশের বাড়ির দেওয়াল বেয়ে ছাদে উঠেছে দুষ্কৃতী। তার পর অনায়াসে নিচে নেমে বৃদ্ধার ঘরে ঢুকে প্রায় এক ঘন্টা অপারেশন চালায় কোনও বাধা ছাড়াই। সেই সময় পাশের তিনটি ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। সর্বাণীদেবীর অনুমান, একজন দুষ্কৃতী ঘরের ভিতরে ঢুকলেও বাকি আরও করেকজন বাইরে ছিল বলেও অনুমান করা হচ্ছে।বৃদ্ধা সর্বাণী ভট্টাচার্যের কথায়, “রাতে শুয়েছিলাম। রাত দুটো-আড়াইটে নাগাদ দরজার আওয়াজ শুনে চোখ খুলে দেখি, হাতে ছুরি নিয়ে একজন দাঁড়িয়ে আমার সামনে। সে বলে, যা আছে বার করে দিতে হবে। লাইট জ্বালালে বা চিৎকার করলে খুন করবে বলেও হুমকি দেয়। আমার কানের এবং হাতের গয়না খুলে নেয়। তার পর আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আলমারি খুলে ঠাকুরের সোনার গয়না নিয়ে চম্পট দেয়।” ভাটপাড়ার মতো জমজমাট জায়গায় রাতে একাকী বৃদ্ধার বাড়িতে এমন ডাকাতির ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। যথাযথ নিরাপত্তার দাবি তুলেছেন এলাকাবাসী।

TOP RELATED