এক্সপ্রেস কলকাতা ডেস্ক: রাজ্য জুড়ে চলছে লোকসভা নির্বাচন। আগামী সপ্তাহেই রয়েছে তৃতীয় দফার ভোট। এর মাঝেই ফের হুমকি মেল। কলকাতায় রাজভবন-জাদুঘর সহ একাধিক সরকারি অফিসে নাশকতার হুমকি। মঙ্গলবার সকালে এই সংক্রান্ত দুটি হুমকি মেইল পৌঁছয় রাজভবনে। উল্লেখ্য, কলকাতা বিমানবন্দরেও দুদিন আগে এমন একটি হুমকি মেল্ আসে। ‘টেরোরাইজার ১১১’ নাম নিয়ে একটি জন্ডি সংগঠন এই মেল পাঠিয়েছে বলে খবর। একাধিক সরকারি দফতরে এই একই মেল আসায় বিষয়টি নিয়ে তড়িঘড়ি তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের STF সহ লালবাজারের গোয়েন্দা শাখা।
সূত্রের খবর, আগামী ২ মে প্রধানমন্ত্রী মোদি রাজ্যে আসছেন। রাত্রিযাপন করার কথা রাজভবনে। তার আগে এধরনের হুমকি মেল চিন্তা বাড়িয়েছে। মেলগুলি পাওয়ামাত্র তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা শাখা। মেলগুলি কোথা থেকে পাঠানো হয়েছে, আইপি অ্যাড্রেস খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
প্রসঙ্গত, দমদম বিমানবন্দরে গত সপ্তাহে তিনদিনের মধ্যেই দুবার এই ধরনের ইমেল পাঠানো হয়েছিল। তারপর গোটা বিমানবন্দর জুড়ে চিরুনি তল্লাশিতেও কিছুই মেলেনি। তারও আগে কলকাতার নামী স্কুলগুলিতেও বোমাতঙ্ক ছড়িয়েছিল। তবে তদন্তে জানা গিয়েছিল সেই মেলগুলি ভুয়ো ছিল। আর মঙ্গলবার রাজভবন, নবান্ন, জাদুঘর ছাড়াও একাধিক সরকারি দপ্তরে হুমকি মেল পাঠানো হয়েছে। এছাড়া বিহার ও দিল্লির আধিকারিকরাও পেয়েছেন এমন মেল। প্রাথমিকভাবে লালবাজারের অন্দরের খবর, মেলগুলি ভুয়ো। তা সত্ত্বেও সতর্কতা অবলম্বন করছে পুলিশ প্রশাসন।
লালবাজার সূত্রের খবর, মেলের বয়ান খানিকটা এরকম – আমরা একটি জঙ্গিগোষ্ঠী, নাম টেররাইজার্স ১১১। আমরা আপনাদের বাসভবনের ভিতরে বিস্ফোরক মোতায়েন করেছি। মানুষের মৃত্যু নিশ্চিত করেছি আমরা। রক্তস্রোতই অন্তিম দশা। বিদায়।” আরও চিন্তা বেড়েছে মোদির রাজভবনে থাকার বিষয়টি ঘিরে। যদিও দিল্লি থেকে প্রধানমন্ত্রীর দপ্তর এখনই সেই সূচি নিশ্চিত করেনি।