Last Update
হৃদরোগে আক্রান্ত অভিনেতা
হৃদরোগে আক্রান্ত বলিউড অভিনেতা টিকু তালসানিয়া। সূত্রের খবর, অত্যন্ত সংকটজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে। জানা গিয়েছে, শুক্রবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা। এই মুহূর্তে চিকিৎসকদের কড়া নজের রয়েছেন তিনি।থিয়েটার থেকেই অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন টিকু তালসানিয়া। তারপর বলিউডে পা। প্রথম থেকেই কমেডি চরিত্রে অভিনয় করে মন জয় করেছিলেন তিনি। গুজরাটি থিয়েটারে মূলত অভিনয় করতেন টিকু। রাজীব মেহরার ‘প্যায়ার কে দো পল’ ছবির মাধ্যমে অভিনয়ে আসেন টিকু।‘দিল হ্যায় কি মানতা নেহি’, ‘উমর ৫৫ কি দিল বচপন কা’, ‘বোল রাধা বোল’, ‘মিস্টার বেচারা’-তে কমেডি চরিত্রে অভিনয় করে দর্শনকদের মন জিতে নিয়েছিলেন অভিনেতা। টিকু তালসানিয়ার দীর্ঘ ফিল্মি কেরিয়ারে উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে ‘ইশক’, ‘কুলি নম্বর ১’, জোড়ি নাম্বার ১, ‘দেবদাস’, ‘বড়ে মিঞা ছোটে মিঞা’, ‘বিরাসত’। গোবিন্দার সঙ্গে জুটি বেঁধে বহু ছবিতেই মন জয় করেছেন অভিনেতা। সিনেমার পাশাপাশি সিরিয়ালেও অভিনয় করেছেন টিকু। যার মধ্যে জনপ্রিয় হয়েছে ‘গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায়’, ‘বাকি হ্যায় মেরে ঘোস্ট’। ২০২৪ সালে মুক্তি প্রাপ্ত ‘ভিকি বিদ্যা কা উহওয়ালা ভিডিও’তে অভিনয় করেছেন টিকু তালসানিয়া। এই ছবিতে ছিলেন তৃপ্তি দিমরি ও রাজকুমার রাও।
TOP RELATED