Last Update
কসবায় আক্রান্ত বিজেপি কর্মী, ফাটল মাথা! থানায় বিক্ষোভ দেবশ্রীর!
এক্সপ্রেস কলকাতা ডেস্ক: ভোটের আগে তপ্ত বাংলায় একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তি। কসবায় আক্রান্ত হলেন এক বিজেপি কর্মী। বেধড়ক মারে মাথা ফাটল তাঁর। তৃণমূলকে কাঠগড়ায় তুলে আনন্দপুর থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। কিন্তু পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার বা আটক না করায় থানার গেটের সামনে বসে অবস্থান বিক্ষোভ করতে দেখা যায় দেবশ্রী চৌধুরী ও বিজেপি কর্মীদের। আন্দোলনরত বিজেপি কর্মীরা ঘটনায় অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি তুলেছেন।
আক্রান্ত বিজেপি নেত্রীর নাম সরস্বতী সরকার। তিনি বিজেপির দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার কসবার (Kasba) মণ্ডল সভাপতি। শনিবার রাতে দলের কিছু কর্মী আনন্দপুর থানার অন্তর্গত কিছু এলাকায় প্রার্থী দেবশ্রী চৌধুরীর সর্মথনে ব্যানার, পোস্টার লাগাচ্ছিলেন। সরস্বতীদেবীর অভিযোগ, হঠাৎ কিছু তৃণমূল কর্মী হামলা চালায় দলীয় কর্মীদের উপর। তিনি দলীয় কর্মীদের বাঁচাতে গেলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। মারধরে মাথা ফেটে যায় তাঁর। রাতেই তিনি আনন্দপুর থানায় অভিযোগ করেন। এই ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার বা আটক করেনি।
তাই ঘটনাকে ঘিরে আনন্দপুর থানার সামলে তুমুল বিক্ষোভ বিজেপির। মাঠে নামতে দেখা যায় দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীকে। তিনি নিজে সরবস্বতী দেবীর বাড়িতে যান। তারপর তাঁকে সঙ্গে নিয়ে থানায় আসেন। ওসির সঙ্গে দেখা করতে চান। কিন্তু, ওসি থানায় না থাকায় কথা হয়নি।
অন্যদিকে থানার সামনে মমতার সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে চলতে থাকে স্লোগান, “একটা মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্ব চলছে, দক্ষিণ কলকাতার তৃণমূলের মহিলা প্রার্থী মালা রায় ভোট চাইছে মেয়েদের এই করার জন্য? একজন মহিলাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে।” ওসির দেখা না পেয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন দেবশ্রী। সুর চড়াতে দেখা যায় পুলিশের বিরুদ্ধেও। বলেন, “থানায় তো নেই। স্নান করতে গিয়েছেন। স্নান করে মাংস ভাত খাবেন। তারপর সুখটান দেবেন। দিয়ে সুশান্ত ঘোষকে ফোন করবেন। তারপর সিদ্ধান্ত নেবেন। উনি যতক্ষণ না আসেন আমরা এখানে বসে থাকব। দেখি ওনার হজম হতে কতক্ষণ লাগে। তারপর ওষুধ নিয়ে আসব।” অন্যত্র হামলার কথা অস্বীকার করেছে ঘাসফুল শিবির।
TOP RELATED