Last Update
পথে নেমে পচার তৃণমূল প্রার্থীর
জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান আজ পথে নেমে প্রচার করলেন। এদিন খড়গ্রামের বিধায়ক আশীষ মার্জিত কে সঙ্গে নিয়েই । প্রচারে নেমে পড়েন প্রার্থী খলিলুর রহমান। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকে আসন্ন লোকসভা নির্বাচন সামনে রেখে বলিয়া অঞ্চলে প্রচার করলেন জঙ্গিপুরের সংসদ তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান প্রথমে খরগ্রাম ব্লকের খসড়া মোড় এলাকায় ক্ষুদিরামূর্তির পাদদেশে ফুল দিয়ে , তারপর দামালি পাড়া, ফকির পাড়া, মন্ডল পুর, কেশবপুর , বিভিন্ন এলাকা পায়ে হেঁটে প্রচার সারলেন , উপস্থিত ছিলেন বিধায়ক আসিস মার্জিত, দুই ব্লক সভাপতি হুমায়ুন কবি র ও শাশ্বত মুখার্জি, ও তৃণমূল কর্মী সমর্থক এবং নেতৃত্ববৃন্দ।
TOP RELATED