Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

TMC Manifesto 2024: ‘দিদির ১০ শপথ’

TMC Manifesto 2024: ‘দিদির ১০ শপথ’

Published on: Published on 2024-04-17 07:35 PM

Share on:

এক্সপ্রেস কলকাতা ডেস্ক: দোরগোড়ায় লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই ‘সংকল্প পত্র’ প্রকাশ করা হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। এবার প্রথম দফা নির্বাচনের ঠিক ৪৮ ঘণ্টা আগে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হল তৃণমূলের পক্ষ থেকেও। কেন্দ্রের মোদি গ্যারান্টির পালটা দেশবাসীকে ‘দিদির ১০ শপথে’র অঙ্গীকার করছে তৃণমূল। দিদির সেই ১০ শপথে সমাজের প্রায় সব শ্রেণির মানুষের দিকে নজর দেওয়া হয়েছে। তৃণমূল নেতা অমিত মিত্র সাংবাদিক বৈঠকে ইস্তেহার প্রকাশ করেন। লোকসভা নির্বাচনের মুখে কেন্দ্রের বঞ্চনাকেই আরও একবার হাতিয়ার করেছে তৃণমূল। এই ইস্তেহারপত্রে ঠিক কী কী প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে? কোন দশ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে? জেনে নিন।

১। বর্ধিত আয়, শ্রমিকের সহায়: সব জব কার্ড হোল্ডারকে ১০০ দিনের কাজ গ্যারান্টি-সহ দেওয়া হবে। বর্ধিত ন্যূনতম মজুরি হবে ৪০০ টাকা।
২। দেশজুড়ে বাড়ি, হবে সবারই: দেশের সমস্ত গরিব মানুষদের জন্য আবাসন নিশ্চিত করা হবে। প্রত্যেককে নিরাপদ ও পাকা বাড়ি প্রদান করা হবে।
৩। জ্বালানির জ্বালা কমবে, দেশের জ্বালা ঘুচবে: দেশের প্রতিটি BPL পরিবারকে বছরে ১০টি করে রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। এর ফলে তাঁরা পরিশ্রুত রান্নার জ্বালানি পেতে পারবে। পরিবেশ বান্ধব রন্ধনের অভ্যাস যাতে আরও বাড়ানো যায় সেই জন্য এই উদ্যোগ।
৪। অনেক হয়েছে শাসন, এবার দুয়ারে রেশন: প্রতি মাসে প্রত্যেক রেশন কার্ড হোল্ডারকে পাঁচ কেজি বিনামূল্যে রেশন, চাল ডাল, শস্য প্রদান করা হবে। রেশন প্রত্যেক সুবিধাভোগীর দুয়ারে বিনা মূল্যে পৌঁছে দেওয়া হবে।
৫। আমাদের অঙ্গীকার, নিরাপত্তা বাড়বে সবার: প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের উন্নতির স্বার্থে অন্যান্য অনগ্রসর জাতি, তপসিলি জাতি, উপজাতিদের জন্য উচ্চশিক্ষা বৃত্তি বাড়ানো হবে। বৃদ্ধভাতা বাড়িয়ে মাসে এক হাজার টাকা করা হবে। বার্ষিক ১২ হাজার টাকা।
৬। বর্ধিত আয় নিশ্চিত এবার, ফুটবে হাসি অন্নদাতার: স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী ভারতবর্ষের কৃষকদের জন্য ন্যূনতম গড় খরচের চেয়ে কম পক্ষে ৫০ শতাংশ বেশি ধার্য করা হবে।
৭। স্বল্প মূল্যে পেট্রপণ্য, ভারতবর্ষের সকলে ধন্য: পেট্রল, ডিজেল, এলপিজির দাম সাশ্রয়ী মূল্যে সীমাবদ্ধ করা হবে। পাশাপাশি দাম কমা বাড়া পরিচালিত করার জন্য প্রাইস স্টেবিলাইজেশন ফান্ডও তৈরি করা হবে।
৮। নিশ্চিত ভবিষ্যত অর্জন, যুবশক্তির গর্জন: ২৫ বছর পর্যন্ত সকল স্নাতক ডিপ্লোমা হোল্ডারকে তাঁদের দক্ষতা ও কর্মসংস্থান বাড়াতে এক বছরের শিক্ষানুবিশ প্রতিশিক্ষণ প্রদান করা হবে। শিক্ষানুবিশদের অর্থনৈতিকভাবে নিজেদের সহায়তা করার জন্য মাসিক বৃত্তি প্রদান করা হবে। উচ্চ শিক্ষার শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড প্রদান করা হবে।
৯। স্বচ্ছ আইন, স্বাধীন ভারত: ধোঁয়াশাযুক্ত CAA বিলুপ্ত করা হবে। NRC বন্ধ করা হবে। UCC ভারত জুড়ে প্রয়োগ করা হবে না।
১০। এগিয়ে বাংলা, এগোবে ভারত: বাংলার কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে ১৩ থেকে ১৮ বছর বয়সী ছাত্রীদের বার্ষিক হাজার ও এককালীন ২৫ হাজার টাকা। কন্যাশ্রীর মতো সব মহিলাকে ভাতা দেওয়া হবে। আয়ুষ্মান ভারতের বদলে স্বাস্থ্য সাথী প্রকল্প। যা ১০ লক্ষ টাকা পর্যন্ত বিমা।

TOP RELATED