Last Update
কল্যাণের মন্ত্রোচ্চারণ, খেলা হবে-জয় বাংলা স্লোগান অন্যদের
সংসদে শপথ নিলেন বাংলার সাংসদেরা। সদ্য নির্বাচিত জনপ্রতিনিধিদের অনেকেই শপথ নিলেন বাংলা ভাষায়। লোকসভায় উঠল ‘খেলা হবে’ স্লোগান। শপথ গ্রহণের পর তৃণমূল সাংসদদের গলায় শোনা গেল জয় বাংলা, জয় তৃণমূল। এমনকী, কেউ কেউ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও স্লোগান দিলেন সংসদে। তবে বাংলার শাসকদলের সাংসদের মধ্যে তিনজন এদিন শপথ নেননি। তাঁরা আগামী ২-৩ দিনের মধ্যে শপথ নেবেন বলেই খবর।
অধিকাংশ সাংসদই বাংলা ভাষায় শপথবাক্য পাঠ করেন। ব্যতিক্রম ছিলেন কয়েকজন। কীর্তি আজাদ ও ইউসুফ পাঠান হিন্দি ভাষায় শপথ নেন। ইংরেজিতে শপথ বাক্য পাঠ করেন সৌগত রায়, জুন মালিয়া, প্রতিমা মণ্ডলরা। অলচিকিতে পাঠ করেন ঝাড়গ্রামের সাংসদ কালীপদ সোরেন। শপথ মঞ্চে দাঁড়িয়েই মন্ত্রপাঠ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি যখন শপথ নিতে যাচ্ছেন সংসদে তখন ‘খেলা হবে’ স্লোগান উঠেছে। শপথ শেষে আবার তৃণমূলের প্রায় সকলেই জয় বাংলা স্লোগান দেন। সবমিলিয়ে এদিন জমজমাট ছিল বাংলার সাংসদদের শপথগ্রহণ অনুষ্ঠান।
তৃণমূলের টিকিটে বাংলা থেকে নির্বাচিত হয়েছেন ২৯ জন। বিজেপির সাংসদ সংখ্য়া ১৩। এদিন সংসদে ছিলেন না ঘাটালের সাংসদ দেব, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা এবং বসিরহাটের সাংসদ নুরুল ইসলাম। আগে থেকেই ঠিক ছিল, অভিনেতা-সাংসদ দেব বুধবার শপথ নেবেন। মেয়ের বিয়ের কাজে ব্যস্ত থাকায় এদিন আসতে পারবেন না বলে আগেই দলকে জানিয়ে দিয়েছিলেন শত্রুঘ্ন। অন্যদিকে বসিরহাটের সাংসদ অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
TOP RELATED