Last Update
মমতা ঘনিষ্ঠের ঘুম ওড়ালেন সুকান্ত! দিশেহারা ইন্ডি জোট!
নেট এবং নিট নিয়ে বহু দুর্নীতির অভিযোগ তুলে ময়দানে নেমেছে বিরোধী জোট ইন্ডির নেতা-নেত্রীরা। কিন্তু সর্ষের মধ্যেই যে ভূত লুকিয়ে রয়েছে, সেটা তারা হয়ত কল্পনাও করতে পারেননি। ইতিমধ্যেই বিহারের এক ইঞ্জিনিয়ারকে নিয়ে প্রশ্ন উঠেছে। যাকে এক গেস্ট হাউসে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন সেই ইন্ডি জোটের নেতা তেজস্বী যাদবের আপ্ত সহায়ক।
আজকে সেই আপ্ত সহায়ককেও তদন্তের মুখোমুখি হতে হয়েছে। আর সেই বিষয় নিয়ে প্রশ্ন করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত তেজস্বী যাদবের শক্তি বাড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
প্রসঙ্গত, এদিন বালুরঘাটে সুকান্তবাবুকে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী বলেন, "আজকে তেজস্বী যাদবের আপ্ত সহায়ককে তদন্তের মুখোমুখি হতে হয়েছে। ভবিষ্যতে যদি তদন্তের ক্ষেত্রে প্রয়োজন হয়, তাহলে তেজস্বী যাদবকেও মুখোমুখি হতে হবে।" অর্থাৎ বিরোধী জোটের নেতা নেত্রীরা প্রশ্ন ফাঁস নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করছেন। কিন্তু এই পরিস্থিতিতে তেজস্বী যাদব যেভাবে প্রশ্নের মুখে পড়েছেন, যেভাবে তার আপ্ত সহায়ককে তদন্তের মুখোমুখি পড়তে হয়েছে, তাতে আগামী দিনে যে বিপদ তার ক্ষেত্রেও ধেয়ে আসতে পারে, সেই ইঙ্গিত দিয়ে বিরোধী জোটের ঘুম কেড়ে নিলেন সুকান্ত মজুমদার। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।
TOP RELATED