Last Update
লোকসভায় তৃণমূলকে কাঁদিয়ে ছাড়লেন সৌমিত্র খাঁ!
লোকসভা নির্বাচনের পর বিষ্ণুপুরের জয়ী বিজেপির সৌমিত্র খাঁয়ের বক্তব্য অনেকের মনেই আশা তৈরি করেছিল। তৃণমূলের একটা অংশ ভেবে নিয়েছিল যে, তিনি দলবদল করছেন। কিন্তু সৌমিত্রবাবু বিজেপিতে থেকেই এবার ভরা লোকসভায় তৃণমূলকে যেভাবে নাকানি চোবানি খাওয়ালেন, তাতে রীতিমত প্রেস্টিজ পামচার হয়ে গেল তৃণমূলের সাংসদদের।সূত্রের খবর, এদিন লোকসভায় বাংলার একের পর এক অরাজক পরিস্থিতি নিয়ে সোচ্চার হন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
আর সেখানেই সম্প্রতি বাংলায় ঘটে যাওয়া কোচবিহারের মাথাভাঙ্গা এবং চোপড়ার ঘটনা নিয়ে সোচ্চার হন তিনি।
সৌমিত্র খাঁ বলেন, "কোচবিহারের মাথাভাঙ্গায় এক মহিলাকে নগ্ন করে রাস্তায় ফেলে রেখেছে তৃণমূল।" আর সৌমিত্র বাবুর সংসদে এই সোচ্চার কণ্ঠ স্পষ্ট করে দিল যে, দলবদল তো পরের কথা, তিনি অতীতে যেভাবে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, এবার তার থেকেও বেশি শক্তি লাগিয়ে শাসকের চোখে চোখ রেখে লড়াই করতে চলেছেন। যার ফলে আজ বিজেপির বিরুদ্ধে গলা ছাড়তে গিয়ে একেবারে ভরা সংসদে তৃণমূল সাংসদরাই প্রেস্টিজে পড়ে গেলেন। তাদের একেবারে কাঁদিয়ে ছাড়লেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।
TOP RELATED