Last Update
ভাইপোর ওপরে আর ভরসা নেই মমতার?
এবার কি ভাইপোর ওপরে ভরসা হারাতে শুরু করেছেন তৃণমূল নেত্রী? পিসি ভাইপোর কোম্পানি বলে যে তৃণমূল দলকে বিরোধীরা কটাক্ষ করে এবং যে ভাইপোকে তুলে ধরার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করে একাধিক নেতা বিজেপিতে এক সময় চলে গিয়েছিলেন, তাদের জন্য কি আবার দরজা খুলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস?
ইতিমধ্যেই একসময় বিজেপিতে যাওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় আবার তৃণমূলের ফিরতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। আর সেই বিষয়ে মন্তব্য করতে গিয়েই খোকাবাবুর ওপর মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা হারিয়ে ফেলছেন। তাই পুরনোদের ফেরানোর চেষ্টা করছেন বলেই দাবি করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে অধীর চৌধুরীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এখন পুরনোদের ফেরানোর চেষ্টা করছেন। কারণ তিনি বুঝতে পারছেন যে, ২০২৪ এর মত ২০২৬ সালের রেজাল্ট হবে না। তাই তিনি খোকাবাবুকে এখন কম ভরসা করছেন। আর সেই কারণেই ওল্ড মানুষদের ফেরাতে চাইছেন।" স্বাভাবিক ভাবেই অধীর চৌধুরীর এই বক্তব্য যে তৃণমূলকে অত্যন্ত অস্বস্তির মুখে ফেলে দিল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকতে সকলের।
TOP RELATED