Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

মমতার সঙ্গে সাক্ষাতের পর 'আসল কারণ' ফাঁস করলেন অনন্ত মহারাজ

মমতার সঙ্গে সাক্ষাতের পর 'আসল কারণ' ফাঁস করলেন অনন্ত মহারাজ

Published on: Published on 2024-06-19 04:05 PM

Share on:

 মঙ্গলবার সকালে রাজনৈতিক মহলে শোরগোল! রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সাংসদ অনন্ত মহারাজের  বাড়িতে যাচ্ছেন শুনেই শুরু হয়ে যায় চর্চা। তাহলে কি নয়া কোনও সমীকরণ? দেখা দেয় এই প্রশ্নও। এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর নিজেই মুখ খুললেন গ্রেটার কোচবিহারের নেতা।


এদিন মুখ্যমন্ত্রী অনন্তের বাড়ি যাওয়ার পর থেকেই তাঁর তৃণমূলে যোগদানের জল্পনা মাথাচাড়া দিতে শুরু করে। এই নিয়ে এক সংবাদমাধ্যমের তরফ থেকে প্রশ্ন করা হলে বিজেপির রাজ্যসভার সাংসদ স্পষ্ট বলেন, 'আমার কি মতিভ্রম হয়েছে! আমি কেন তৃণমূলে যাব? আগ্রহী নই। আমি কোনও দলে নেই'। তাহলে কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ? উত্তরে অনন্ত বলেন, 'সৌজন্য সাক্ষাৎ। রাজনীতির কোনও কথা হয়নি'।


আজ দুপুরে অনন্তের বাড়ি যান মুখ্যমন্ত্রী। বিজেপি সাংসদ জানান, তাঁকে একটি শাল উপহার দিয়েছেন মমতা। অন্যদিকে মুখ্যমন্ত্রীকে তিনি পান, সুপারি এবং উত্তরীয় পরিয়ে স্বাগত জানান। ৩০ মিনিটের বেশি সময় ধরে দু'জনের বৈঠক হয়। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু বিষয়ে কথা বলেন অনন্ত।


তৃণমূলে যোগ দেওয়া থেকে শুরু করে ২০২৪ লোকসভা নির্বাচনে কোচবিহারে নিশীথ প্রামাণিকের পরাজয়, বেশ কিছু বিষয়ে কথা বলতে দেখা যায় বিজে সাংসদকে। তাঁকে নিয়ে যাওয়া হয়নি বলেও সরব হন অনন্ত। সরাসরি জেলা সভাপতির নাম নিয়ে তোপ দাগেন তিনি।


অনন্ত বলেন, তাঁকে কখনও লোক নিয়ে যেতে বারণ করা হয়েছিল, কখনও আবার বলা হয়, 'মহারাজ আপনাদের লোকেরা যাবে, তবে ঝান্ডা নিয়ে যাবেন না'। বিজেপি সাংসদ সুর চড়িয়ে বলেন, বিজেপির জেলা সভাপতি এসে আমায় বলে, রাজবংশী ভোটার দরকার নেই। ভাটিয়া ভোটে জিতবে। সারা ভারতে কি ভাটিয়া আছে নাকি যে বিজেপিকে জিতিয়ে দেবে?'


গ্রেটার কোচবিহারের নেতা বলেন, এমন কথাবার্তা বলেছিল প্রার্থী। তা সত্ত্বেও তাঁরা নিজেদের সর্বস্ব দিয়ে দলকে জেতানোর চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ অবধি জয় অধরা থেকে যায়। অনন্ত বলেন, 'যখন বিজেপিকে সমর্থন করেছি, এনডিএ র সঙ্গে যুক্ত হয়েছি, তখন আমি বলেছিলাম, আপনারা যাকে দেবেন আমরা তাঁকে জিতিয়ে দেব। আমরা প্রার্থী দেখব না। সেই কথায় আমরা অনড় রয়েছি'। বিজেপির দিল্লিতে যে সরকার রয়েছে তার সঙ্গে আমরা রয়েছি, স্পষ্ট বলেন অনন্ত মহারাজ।

TOP RELATED