Last Update
কেন তৃণমূল ছাড়লেন তাপস রায়? বোমা ফাটালেন সৌগত!
এবার দলের কর্মসূচিতে গিয়ে সরাসরি তাপস রায়কে কটাক্ষ করে বসলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। তাপস রায় কেন দল ছাড়লো, তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন তিনি। পাশাপাশি উত্তর কলকাতার পরাজিত বিজেপি প্রার্থীকে কটাক্ষ করতে গিয়ে "দলের ঊর্ধ্বে মনে করত" এরকম মন্তব্য করতেও দেখা গেল সৌগতবাবুকে।
প্রসঙ্গত, এদিন একটি কর্মসূচিতে উপস্থিত হন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। আর সেখানেই তাপস রায়কে কটাক্ষ করেন তিনি। সৌগতবাবু বলেন, "তাপস কেন দল ছাড়লো? দিব্যি থাকছিল। অনেকের বাড়িতেই তো রেড হয়েছে। শুধু তো ওর একার বাড়িতে হয়নি। কারণ ও নিজেকে পার্টির ঊর্ধ্বে মনে করত।"
অর্থাৎ তাপস রায় লোকসভা নির্বাচনের সময় দলবদল করলেও, এতদিন পর তাকে আক্রমণের মুখে ফেললেন সৌগত রায়। তবে সৌগতবাবুর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি প্রতিক্রিয়া দেন তাপস রায়, সেদিকেই নজর থাকবে সকলের।
TOP RELATED