Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

দুর্দান্ত লাভ ৫ রাশির, থাকবে না কোনও দুঃখ

দুর্দান্ত লাভ ৫ রাশির, থাকবে না কোনও দুঃখ

Published on: Published on 2024-08-04 08:59 AM

Share on:

চন্দ্র আজ কর্কট রাশিতে ভ্রমণ করবে। আজ শ্রাবণ অমাবস্যায় রবি পুষ্য যোগ, সর্বার্থসিদ্ধি যোগ ও পুষ্য নক্ষত্রের শুভ সংযোগ থাকছে। আজকের শুভ যোগের প্রভাবে বেশ কিছু রাশির জাতকরা পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ভালো সময় কাটাবেন। জীবনসঙ্গীর সঙ্গে মিলে ভবিষ্যৎ পরিকল্পনা করবেন। গ্রহগতির প্রভাবে আজকের দিনটি কোন রাশির কেমন কাটবে, কারা লাভবান হবেন, কাদের সমস্যা বাড়বে, তা এখানে বিস্তারিত আলোচনা করা হল।


মেষ রাশির জাতকরা কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব ও অধিকার পেতে পারেন। পরিশ্রম করলে সময়ের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন হবে। সন্তানের বিবাহের জন্য কোনও শুভ সংবাদ পাবেন এই রাশির জাতকরা। ধনলাভ সম্ভব। বাড়ির বয়স্কদের আশীর্বাদ পাবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। তবে ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে এই রাশির জাতকদের। ছাত্রছাত্রীরা পরীক্ষায় সাফল্য লাভের জন্য শিক্ষকদের সহযোগিতা নেবেন।



ভাগ্য ৬৬ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। শিব চালিসা পাঠ করুন।


বৃষ রাশির জাতকদের আজকের দিনটি ব্যস্ততা ও দৌড়ঝাপে ভরে থাকবে। ভবিষ্যতের কারণে চিন্তিত থাকবেন এই রাশির জাতকরা। সাংসারিক সুখ-সুবিধার বস্তু ক্রয় করবেন। ব্যবসায়ীরা অর্থাভাবের মুখোমুখি হবেন। পরিবারের বয়স্ক সদস্যদের সঙ্গে বিবাদে জড়াবেন না, তাঁদের পরামর্শ গ্রহণ করুন। কর্মক্ষেত্রের সঙ্গে সম্পর্কযুক্ত সমস্যায় বাবার সহযোগিতা পাবেন। প্রেম জীবন আনন্দে কাটবে।



৭২ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সূর্যকে জলের অর্ঘ্য দিন।


মিথুন রাশির যে জাতকরা রাজনীতির সঙ্গে সম্পর্কযুক্ত, তাঁরা আজ সম্মান লাভ করবেন। অংশীদারীর ব্যবসাদের অংশীদারদের সঙ্গে বিবাদ বাঁধতে পারে। ভেবেচিন্তে আর্থিক লেনদেন করুন। ঋণমুক্তির সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর পরামর্শে আর্থিক লাভ হবে, সমস্ত কাজে তাঁদের সহযোগিতা লাভ করবেন। আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন।

ভাগ্য ৯২ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। হলুদ কাপড়ে ছোলা ও গুড় বেঁধে বিষ্ণু মন্দিরে দান করুন।


কর্কট রাশির জাতকদের জন্য আজকের দিনটি ভালো। চাকরিজীবী জাতকদের পদোন্নতি ও বেতনবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মায়ের তরফে ধনলাভ সম্ভব। ছাত্রছাত্রীরা পরীক্ষায় সাফল্য লাভ করবেন। সন্ধ্যাবেলা পরিজনদের সঙ্গে শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ঘনিষ্ঠ কোনও ব্যক্তির সাহায্যে আইনি বিবাদের সমাধান হতে পারে। রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সাফল্য লাভ করবেন।

আজ ৯৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সূর্যকে তামার লোটায় জল নিবেদন করুন।


সিংহ রাশির জাতকরা অসহায়দের সাহায্যের জন্য এগিয়ে আসবেন। মানসিক শান্তি পাবেন। বাবার সহযোগিতায় জরুরি কাজ সম্পন্ন হবে। পরিজনদের মধ্যে তিক্ততা থাকলে তা সমাপ্ত হবে। ব্যবসায় দলবদ্ধ ভাবে কাজ করলে সমস্যার সমাধান হবে। রোজগারের সন্ধানে রয়েছেন যে যুবকরা, তাঁদের এখন আরও অপেক্ষা করতে হবে। আশপাশের সকলের আবেগ বোঝার চেষ্টা ও তাঁদের অনুযায়ী কাজ করার চেষ্টা করুন।

৮২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। গণপতিকে দূর্বা নিবেদন করুন।


কন্যা রাশির জাতকরা অংশীদারীর ব্যবসার পরিকল্পনা করে থাকলে আজকের দিনটি তার জন্য ভালো। বাবার স্বাস্থ্যের যত্ন নিন। পরীক্ষায় সাফল্য লাভের জন্য ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রম করতে হবে। অফিসে কোনও নতুন পরিবর্তন আপনাকে চমকে দিতে পারে। মহিলা সহকর্মী ও আধিকারিকরা আপনার সাহায্য করবেন।

ভাগ্য ৬৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গণেশ চালিসা পাঠ করুন।

তুলা রাশির রাজনীতির সঙ্গে জড়িত জাতকরা লাভান্বিত হবেন, জনসমর্থন আদায় করবেন। বাড়ির পুরনো আটকে থাকা কাজ সম্পন্ন করার সুযোগ পাবেন। আলস্য ত্যাগ করে বেরিয়ে আসতে হবে এবার। সন্তানের কর্মক্ষেত্রে উন্নতি দেখে আনন্দিত হবেন। নতুন কাজ শুরুর আগে আইনি ও প্রযুক্তিগত দিক ভালোভাবে খতিয়ে দেখে নিন। মায়ের সেবা করার সুযোগ পাবেন। ছাত্রছাত্রীরা আধিকারিকদের সহযোগিতা লাভে উৎসাহী থাকবেন।

ভাগ্য ৭১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সাদা চন্দনের তিলক লাগান ও শিবকে তামার লোটায় জল নিবেদন করুন।


বৃশ্চিক রাশির জাতকদের প্রেম জীবনের জন্য আজকের দিনটি ভালো। প্রেমীর সঙ্গে পরিবারের সদস্যদের পরিচয় করাতে পারেন। পরিবারে কারও সঙ্গে কোনও মনোমালিন্য চললে আলোচনার মাধ্যমে তার সমাধান করুন। মহিলা বন্ধুদের সহযোগিতায় চাকরিতে লাভ হবে। সাফল্যের সঙ্গে অফিস ও পরিবারের দায়িত্ব পালন করবেন। সন্তানের ভবিষ্যতের কারণে চিন্তিত থাকবেন।



আজ ৭৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। গোরুকে গুড় খাওয়ান।


ধনু রাশির জাতকদের ব্যবসায় ঝুঁকি নিতে হবে, তবে ভবিষ্যতে এর ফল পাবেন। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে সকলে আপনার পরামর্শ স্বাগত জানাবেন। সহকর্মীরা আপনার পাশে থাকবেন। জরুরি জিনিসের কেনাকাটা করতে পারেন। তবে বাজেট অনুযায়ী কাজ করুন। যাত্রার দ্বারা লাভ হবে।

ভাগ্য ৬২ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। বিষ্ণুর পুজো করুন।


মকর রাশির জাতকদের কাছে কেউ টাকা ধার চাইলে তা দেবেন না, কারণ সেই টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা খুব কম। সুখ-সুবিধা কমতে পারে। জীবনসঙ্গীর সহযোগিতা আপনাকে মানসিক শান্তি প্রদান করবে। পুরনো আত্মীয় বা বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। নগদ অর্থের অভাব দৈনন্দিন ব্যবসায়ীদের সমস্যায় ফেলবে।

ভাগ্য আজ ৬৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। বজরংবাণ পাঠ করুন।



কুম্ভ রাশির ছাত্রছাত্রীদের পড়াশোনার পথে আর্থিক বাধা দূর হবে। উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে। রাজনীতিতে অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে, সকলের সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে এগিয়ে যাবেন। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে, তা না-হলে সমস্যার সম্মুখীন হবেন। ধর্মীয় কাজে অর্থ ব্যয় করবেন। দীর্ঘদিন ধরে কোনও বন্ধুর সঙ্গে দেখা করার ইচ্ছা থাকলে, তা এবার সম্পন্ন হবে।

ভাগ্য ৮৯ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। বিষ্ণুকে বেসনের লাড্ডু নিবেদন করুন।


মীন রাশির জাতকদের ধনবৃদ্ধি হবে। নতুন কাজ শুরুর ক্ষেত্রে জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা লাভ করবেন। পরিবারের বাচ্চাদের সঙ্গে ভালো সময় কাটাবেন। ব্যবসায় ভালো মুনাফা অর্জন সম্ভব। অতীত লগ্নির দ্বারা লাভান্বিত হবেন। অফিসে শত্রুরা চাকরিজীবী জাতকদের সমালোচনা করতে পারেন, যার ফলে সন্ধ্যাবেলা বিশেষ ভালো কাটবে না।

আজ ৮৪ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। পিঁপড়েকে আটা খাওয়ান।

TOP RELATED