চন্দ্র আজ সূর্যের রাশি সিংহে বিচরণ করবে। এখানে আগে থেকেই শুক্র ও বুধ বিরাজমান। সিংহ রাশিতে শুক্র, বুধ ও চাঁদের যুতির ফলে ত্রিগ্রহী যোগ নির্মিত হচ্ছে। পাশাপাশি আজ লক্ষ্মী নারায়ণ যোগ, বরীয়ান যোগ ও মঘা নক্ষত্রের প্রভাব থাকবে। আজকের শুভ সংযোগের প্রভাবে বেশ কিছু রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ লাভ করবেন। সমস্ত কাজে সফল হবেন। আজ কোন রাশির সময় ভালো। কাদের সময় খারাপ, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।
মেষ রাশির যে জাতকরা বীমার কাজ করেন, তাঁদের জন্য আজকের দিনটি ভালো। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। পারিবারিক ব্যয়ের কারণে মানসিক অবসাদ সম্ভব। নতুন কোনও মামলা চললে পরিস্থিতি আপনার পক্ষে আসতে পারে। চাকরিতে কোনও সহকর্মী আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, তাই ভেবেচিন্তে কাজ করুন। ছাত্রছাত্রীদের পড়াশোনায় আগত বাধা দূর হবে।
ভাগ্য ৮৯ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। পিঁপড়েকে আটা খাওয়ান।
বৃষ রাশির জাতকরা সন্তানের ভবিষ্যৎ সংক্রান্ত সুসংবাদ পেতে পারেন। ব্যবসায়ীরা সুসংবাদ পেতে পারেন আজ, এর জন্য যাত্রা করতে হবে। সন্ধ্যাবেলা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ভাইদের সাহায্য পাবেন। সামাজিক কাজ করার ইচ্ছা জাগৃত হবে। মায়ের তরফে লাভ হবে। অতিথি আগমন হতে পারে, যার ফলে পরিবারের সদস্যরা ব্যস্ত হয়ে পড়বে।
৮৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সূর্যকে অর্ঘ্য দিন।
মিথুন রাশির জাতকদের জন্য আজকের দিনটি শুভ। কর্মক্ষেত্রে গোপন শত্রু আপনার লোকসান করার সমস্ত ধরনের চেষ্টা করবে, সতর্ক থাকুন। কর্মকৌশলের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। আর্থিক জীবনে অবসাদ থাকবে। ব্য়য় নিয়ন্ত্রণে রাখুন। মায়ের সঙ্গে মনোমালিন্য সম্ভব। বাণী নিয়ন্ত্রণে রাখতে হবে।
ভাগ্য ৮৮ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। কৃষ্ণকে মাখন-মিশ্রীর ভোগ নিবেদন করুন।
কর্কট রাশির জাতকরা জীবনসঙ্গীর আবেগ ও প্রয়োজনীয়তার যত্ন নিন। আপনাদের সম্পর্ক মজবুত হবে। প্রেম জীবন আনন্দে কাটবে। হারিয়ে যাওয়া বস্তু ফিরে পেতে পারেন। ছাত্রছাত্রীরা শিক্ষকদের সহযোগিতা লাভ করবেন। অসম্পূর্ণ লক্ষ্য পূরণে সফল হবেন। প্রশাসনের সহযোগিতায় কাজ সম্পন্ন হবে। সমাজসেবায় অর্থ ব্যয় করবেন। অবিবাহিত জাতকরা বিয়ের ভালো প্রস্তাব পেতে পারেন।
আজ ৮৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সূর্যকে জলের অর্ঘ্য দিন।
সিংহ রাশির জাতকরা বিরোধীদের কারণে সমস্যায় জড়াবেন। কেউ আপনার কাজ সম্পন্ন করার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। সন্তানের ভবিষ্যৎ সংক্রান্ত সুসংবাদ পেতে পারেন। আপনার পথ প্রদর্শনের দ্বারা অন্যেরা লাভান্বিত হবেন। সামাজিক পরিসর বৃদ্ধি পাবে, সকলে আপনার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্ট করবেন। ছাত্রছাত্রীরা শিক্ষাক্ষেত্রে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন। ব্যবসায় উন্নতির দ্বারা লাভান্বিত হবেন।
৭১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। যোগ প্রাণায়াম অভ্যাস করুন।
কন্যা রাশির জাতকদের কর্মক্ষেত্রে বিভ্রান্তির পরিস্থিতি আজ সমাপ্ত হবে। ভালোভাবে কাজ সম্পন্ন করতে পারবেন। প্রিয় মানুষের কাছ থেকে উপহার পেতে পারেন। মায়ের সঙ্গে সম্পর্ক মধুর হবে। ব্যবসায় আগত বাধা সমাপ্ত হবে। চাকরিজীবী জাতকদের পদোন্নতি হবে। নতুন শত্রু মাথাচাড়া দিতে পারে, সতর্ক থাকুন।
ভাগ্য ৬১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। লক্ষ্মীকে পায়েসের ভোগ করুন।
তুলা রাশির জাতকদের ভবিষ্যতের প্রতি অধিক সতর্ক হতে হবে। সাফল্যের পথে অগ্রসর হবেন। ব্যবসায়িক যাত্রা কঠিন হবে, কিন্তু ভবিষ্যতে এর দ্বারা লাভান্বিত হবেন। সন্তানের বিবাহ সংক্রান্ত সমস্যার সমাধান হবে। বিয়ে পাকা হতে পারে। কোনও সদস্যের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতি হবে। আকস্মিক ধনলাভ সম্ভব। সন্ধ্যাবেলা মা-বাবার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবেন।
ভাগ্য ৬৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। ১০৮ বার বিষ্ণু নাম জপ করুন।
বৃশ্চিক রাশির জাতকরা নানান বিবাদের মুখোমুখি হবেন। ধৈর্য ধরে কাজ করুন। রাজনীতির সঙ্গে জড়িত জাতকদের জন্য সময় ভালো। মান-সম্মান বাড়বে। কর্মক্ষেত্রে নিজের কার্যকৌশল উন্নত করতে হবে, তখনই সমস্যা কমবে। সন্ধ্যাবেলা সামাজিক ও রাজনৈতিক কাজে সময় কাটাবেন। বড়দের সাহায্যে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদের সমাধান হবে। পারিবারিক ও পেশাগত জীবনে ব্যস্ততা থাকবে।
আজ ৭২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। দরিদ্রদের খাবার খাওয়ান।
ধনু রাশির জাতকরা বিবাদে জয়ী হতে পারেন। আপনার বাণী সকলকে সন্তুষ্ট ও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত গ্রহণ করবেন। প্রেম জীবনে মাধুর্য থাকবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন করার সংকল্প নেবেন। শ্বশুরবাড়ির কোনও সদস্যের সঙ্গে বিবাদ সম্ভব। জীবনসঙ্গীকে পাশে পাবেন। স্বাস্থ্যের প্রতি যত্নবান হন। পেটের গোলযোগ হতে পারে।
ভাগ্য ৭৮ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। সাদা রেশমি বস্ত্র দান করুন।
মকর রাশির জাতকরা নিজের পরিকল্পনা সম্পন্ন করার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন। ব্যবসায় বড় লাভ সম্ভব। সন্ধ্যাবেলা মা-বাবার স্বাস্থ্যের যত্ন নিন। শ্বশুরবাড়ির সদস্যদের সহযোগিতায় কাজ সম্পন্ন হবে। কর্মক্ষেত্রে উন্নতি হবে। ব্যবসায়ীরা সন্তানের সাহায্য পাবেন।
ভাগ্য আজ ৮২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। সংকটনাশন গণেশ স্তোত্র পাঠ করুন।
কুম্ভ রাশির জাতকদের ব্যবসায় প্রতিযোগিতা বাড়বে। কাজে বাধা উৎপন্ন হতে পারে। বাবার স্বাস্থ্যের যত্ন নিন। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। মানসিক শান্তি লাভ করবেন। একসঙ্গে একাধিক কাজ চলে আসায় দৌড়ঝাপ বাড়বে। জীবনসঙ্গীর কাছ থেকে আর্থিক সাহায্য পাবেন। কোনও নতুন কাজ সম্পন্ন করার পরিকল্পনা তৈরি করতে পারেন।
ভাগ্য ৬৪ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গোরুকে গুড় খাওয়ান।
মীন রাশির জাতকরা নতুন সুযোগের সদ্ব্যবহার করে ব্যবসায়িক প্রকল্প তৈরি করবেন। সন্তানের বিবাহ প্রস্তাব পেতে পারেন। প্রেম জীবনে নতুন অধ্যায়ের সূচনা হবে। লগ্নির জন্য আজকের দিনটি ভালো। ঋণমুক্তি সম্ভব। অর্থ বৃদ্ধি পাবে। অংশীদারীর ব্যবসায় লাভান্বিত হবেন এই রাশির জাতকরা। চাকরি ও ব্যবসার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে।
আজ ৭৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। বজরংবাণ পাঠ করুন।